আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টেস্টে মুশফিকের যেসব অনন্য রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

টেস্টে মুশফিকের যেসব অনন্য রেকর্ড

প্রথম- বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি গড়বেন মুশফিকুর রহিম।

২০০- বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। ২০১৩ সালে গলে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেন তিনি।

বিজ্ঞাপন

২১৯*- উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এটি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

৩- বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি তিনটি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম।

২- টেস্ট ইতিহাসের একমাত্র উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম।

২ হাজার রান ও ১০০ ডিসমিসাল- টেস্ট ক্রিকেটে ২ হাজার রান ও ১০০ ডিসমিসাল করা ক্রিকেটার মুশফিকুর রহিম।

২৮- অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ ম্যাচে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম।

২০ বছর ৫ মাস ১২৪ দিন- ১০০ টেস্ট খেলতে সবচেয়ে বেশি সময় নেওয়া ক্রিকেটার মুশফিকুর রহিম।

১৮৫৫- সাদা পোশাকে মিরপুরে সবচেয়ে বেশি রানের মালিক মুশফিকুর রহিম।

২- দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড আউট হয়েছিলেন মুশফিকুর রহিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...