আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ ফুটবল লিগ

শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত আবাহনী

স্পোর্টস রিপোর্টার

শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) গতকাল দুটি ম্যাচ ছিল। লিগে টানা দ্বিতীয় জয় হাতের মুঠো থেকে বেরিয়ে গেল আবাহনীর। শেষ মুহূর্তের গোল হজম করায় জিততে পারল না তারা। ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন পিডব্লিউডির ফরোয়ার্ড আবু সাঈদ। এতে আবাহনী ও পিডব্লিউডির ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

এই ড্রয়ে সাত ম্যাচ খেলে আবাহনীর অর্জন ৯ পয়েন্ট। তালিকায় তাদের অবস্থান চার নম্বরে। অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। লিগে চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে তারা। সাত ম্যাচ খেলে রহমতগঞ্জের অর্জন ১৩ পয়েন্ট। সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বসুন্ধরা কিংস। আজ লিগের তিনটি ম্যাচ রয়েছে। মোহামেডান-আরামবাগ, ফর্টিস-ফকিরেরপুল ও বসুন্ধরা কিংস-বাংলাদেশ পুলিশ পরস্পরের মুখোমুখি হবে।

বিজ্ঞাপন

কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পিডব্লিউডির বিপক্ষে আবাহনীর শুরুটা ছিল একেবারে সাদামাটা। ১০ মিনিটেই গোল হজম করে তারা। মিনহাজুল স্বাধীন গোল করে পিডব্লিউডিকে এগিয়ে দেন। প্রথমার্ধে আর ম্যাচে সমতায় ফিরতে পারেনি শেখ মোরসালিনরা।

বিরতির পর খেলতে নেমে ৫২ মিনিটে মোরসালিনের থ্রু পাসে নিখুঁত চিপ শটে আল আমিনের গোলে ঘুরে দাঁড়ায় আবাহনী। এই গোলে উজ্জীবিত ধানমন্ডিপাড়ার ক্লাবটি ৭৪ মিনিটে এগিয়ে যায়। এবার আল আমিনের পাস ধরে বক্সের কিছুটা বাইরে থেকে জোরালো শটে গোল করেন মোরসালিন। ২-১ স্কোর ধরে রেখে জয়ের দিকেই ছুটছিল আবাহনী। কিন্তু শেষ পর্যন্ত স্কোরটি ধরে রাখতে পারেনি কোচ মারুফুল হকের দল।

দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের শেষ মিনিটে গোল হজম করে তারা। ফলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি আকাশি-হলুদ জার্সিধারীরা। আবাহনীকে রুখে দেওয়া পিডব্লিউডির অর্জন সাত ম্যাচে সাত পয়েন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন