আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রিয়ালের কোচ আলোনসো!

স্পোর্টস ডেস্ক
রিয়ালের কোচ আলোনসো!

রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছেদ করছেন কার্লো আনচেলত্তি। স্প্যানিশ জায়ান্ট টিমটির সঙ্গে ইতোমধ্যে সমঝোতা হয়ে গেছে এ ইতালিয়ান কোচের। সান্তিয়াগো বার্নাব্যু শিবিরও তাকে ছাড়তে রাজি। ইউরোপিয়ান গণমাধ্যমে এখন এমন খবরই উড়ে বেড়াচ্ছে। এই খবরের সঙ্গে আরেকটি খবর শোনা যাচ্ছিল। রিয়ালে কিংবদন্তি আনচেলত্তির উত্তরসূরি হতে যাচ্ছেন জাবি আলোনসো।

বিজ্ঞাপন

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা সেই উড়ো খবর নিশ্চিত করে জানিয়েছে, আনচেলত্তির স্থলাভিষিক্ত হতে চলেছেন আলোনসো। ৪৪ বছরের এ স্প্যানিশ কোচ এখন বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে কাজ করছেন। তার জাদুকরী কোচিংয়ে গত মৌসুমে জার্মান জায়ান্টটি বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়নও হয়ে। সে সুবাদে ফুটবল দুনিয়ায় বেশ খ্যাতি কুড়িয়েছেন আলোনসো।
আলোনসোর সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আগামী আগস্টে শুরু হতে যাওয়া নতুন মৌসুমে নতুন মিশন নিয়ে মাঠে নামবেন তিনি। তবে জুনে ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে থাকতে রাজি হননি আলোনসো।


লেভারকুসেনে আলোনসোর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। দ্বিতীয় স্পেলে ৬৫ বছরের আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি মেয়াদও তার সমান। তবে দুজনের কেউই এখন নিজ নিজ ক্লাবে চুক্তির মেয়াদ শেষ করছেন না। চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই নতুন ঠিকানা গড়তে যাচ্ছেন দুজনে।


স্পেন ছেড়ে আনচেলত্তি পাড়ি জমাতে যাচ্ছেন ব্রাজিলে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব কাঁধে তুলে নিতে যাচ্ছেন এ ফুটবল গুরু। আর আলোনসো ফিরতে যাচ্ছেন নিজের সাবেক ক্লাবে। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের মাঝমাঠে দাপিয়ে বেড়িয়েছেন। ১১ বছর পর পুরোনো সেই ক্লাবেই ফিরতে যাচ্ছেন প্রধান কোচ হয়ে।


আলোনসো রিয়ালে সবশেষ খেলেন ‘কোচদের ডন’ খ্যাত আনচেলত্তির অধীনে। পরে নাম লেখান বায়ার্ন মিউনিখে। এ জার্মান জায়ান্টেও এক মৌসুম আলোনসোর কোচ ছিলেন আনচেলত্তি। এ ইতালিয়ান কোচের ফুটবল কৌশল তাই ভালোই জানা রয়েছে তার। আবার আনচেলত্তির হাত থেকেই দায়িত্ব পাচ্ছেন রিয়ালের। এতে স্প্যানিশ ক্লাবটিতে মানিয়ে নিয়ে নিতে সহজ হবে আলোনসোর জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন