স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছেদ করছেন কার্লো আনচেলত্তি। স্প্যানিশ জায়ান্ট টিমটির সঙ্গে ইতোমধ্যে সমঝোতা হয়ে গেছে এ ইতালিয়ান কোচের। সান্তিয়াগো বার্নাব্যু শিবিরও তাকে ছাড়তে রাজি। ইউরোপিয়ান গণমাধ্যমে এখন এমন খবরই উড়ে বেড়াচ্ছে। এই খবরের সঙ্গে আরেকটি খবর শোনা যাচ্ছিল। রিয়ালে কিংবদন্তি আনচেলত্তির উত্তরসূরি হতে যাচ্ছেন জাবি আলোনসো।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা সেই উড়ো খবর নিশ্চিত করে জানিয়েছে, আনচেলত্তির স্থলাভিষিক্ত হতে চলেছেন আলোনসো। ৪৪ বছরের এ স্প্যানিশ কোচ এখন বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে কাজ করছেন। তার জাদুকরী কোচিংয়ে গত মৌসুমে জার্মান জায়ান্টটি বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়নও হয়ে। সে সুবাদে ফুটবল দুনিয়ায় বেশ খ্যাতি কুড়িয়েছেন আলোনসো।
আলোনসোর সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আগামী আগস্টে শুরু হতে যাওয়া নতুন মৌসুমে নতুন মিশন নিয়ে মাঠে নামবেন তিনি। তবে জুনে ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে থাকতে রাজি হননি আলোনসো।
লেভারকুসেনে আলোনসোর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। দ্বিতীয় স্পেলে ৬৫ বছরের আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি মেয়াদও তার সমান। তবে দুজনের কেউই এখন নিজ নিজ ক্লাবে চুক্তির মেয়াদ শেষ করছেন না। চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই নতুন ঠিকানা গড়তে যাচ্ছেন দুজনে।
স্পেন ছেড়ে আনচেলত্তি পাড়ি জমাতে যাচ্ছেন ব্রাজিলে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব কাঁধে তুলে নিতে যাচ্ছেন এ ফুটবল গুরু। আর আলোনসো ফিরতে যাচ্ছেন নিজের সাবেক ক্লাবে। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের মাঝমাঠে দাপিয়ে বেড়িয়েছেন। ১১ বছর পর পুরোনো সেই ক্লাবেই ফিরতে যাচ্ছেন প্রধান কোচ হয়ে।
আলোনসো রিয়ালে সবশেষ খেলেন ‘কোচদের ডন’ খ্যাত আনচেলত্তির অধীনে। পরে নাম লেখান বায়ার্ন মিউনিখে। এ জার্মান জায়ান্টেও এক মৌসুম আলোনসোর কোচ ছিলেন আনচেলত্তি। এ ইতালিয়ান কোচের ফুটবল কৌশল তাই ভালোই জানা রয়েছে তার। আবার আনচেলত্তির হাত থেকেই দায়িত্ব পাচ্ছেন রিয়ালের। এতে স্প্যানিশ ক্লাবটিতে মানিয়ে নিয়ে নিতে সহজ হবে আলোনসোর জন্য।
রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছেদ করছেন কার্লো আনচেলত্তি। স্প্যানিশ জায়ান্ট টিমটির সঙ্গে ইতোমধ্যে সমঝোতা হয়ে গেছে এ ইতালিয়ান কোচের। সান্তিয়াগো বার্নাব্যু শিবিরও তাকে ছাড়তে রাজি। ইউরোপিয়ান গণমাধ্যমে এখন এমন খবরই উড়ে বেড়াচ্ছে। এই খবরের সঙ্গে আরেকটি খবর শোনা যাচ্ছিল। রিয়ালে কিংবদন্তি আনচেলত্তির উত্তরসূরি হতে যাচ্ছেন জাবি আলোনসো।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা সেই উড়ো খবর নিশ্চিত করে জানিয়েছে, আনচেলত্তির স্থলাভিষিক্ত হতে চলেছেন আলোনসো। ৪৪ বছরের এ স্প্যানিশ কোচ এখন বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে কাজ করছেন। তার জাদুকরী কোচিংয়ে গত মৌসুমে জার্মান জায়ান্টটি বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়নও হয়ে। সে সুবাদে ফুটবল দুনিয়ায় বেশ খ্যাতি কুড়িয়েছেন আলোনসো।
আলোনসোর সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আগামী আগস্টে শুরু হতে যাওয়া নতুন মৌসুমে নতুন মিশন নিয়ে মাঠে নামবেন তিনি। তবে জুনে ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে থাকতে রাজি হননি আলোনসো।
লেভারকুসেনে আলোনসোর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। দ্বিতীয় স্পেলে ৬৫ বছরের আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি মেয়াদও তার সমান। তবে দুজনের কেউই এখন নিজ নিজ ক্লাবে চুক্তির মেয়াদ শেষ করছেন না। চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই নতুন ঠিকানা গড়তে যাচ্ছেন দুজনে।
স্পেন ছেড়ে আনচেলত্তি পাড়ি জমাতে যাচ্ছেন ব্রাজিলে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব কাঁধে তুলে নিতে যাচ্ছেন এ ফুটবল গুরু। আর আলোনসো ফিরতে যাচ্ছেন নিজের সাবেক ক্লাবে। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের মাঝমাঠে দাপিয়ে বেড়িয়েছেন। ১১ বছর পর পুরোনো সেই ক্লাবেই ফিরতে যাচ্ছেন প্রধান কোচ হয়ে।
আলোনসো রিয়ালে সবশেষ খেলেন ‘কোচদের ডন’ খ্যাত আনচেলত্তির অধীনে। পরে নাম লেখান বায়ার্ন মিউনিখে। এ জার্মান জায়ান্টেও এক মৌসুম আলোনসোর কোচ ছিলেন আনচেলত্তি। এ ইতালিয়ান কোচের ফুটবল কৌশল তাই ভালোই জানা রয়েছে তার। আবার আনচেলত্তির হাত থেকেই দায়িত্ব পাচ্ছেন রিয়ালের। এতে স্প্যানিশ ক্লাবটিতে মানিয়ে নিয়ে নিতে সহজ হবে আলোনসোর জন্য।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে