শনিবার ভোর থেকে গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। গাজার চিকিৎসা সূত্র উল্লেখ করে আলজাজিরা জানিয়েছে, ভোর থেকে শুরু হওয়া এ ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে একটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইল।
গাজা শহরের আল-শিফা হাসপাতালের একটি সূত্র আল জাজিরা আরবি-তে তাদের সহকর্মীদের জানায়, গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায় একটি পুলিশ সদর দপ্তর লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে।
এর আগে মধ্য গাজায় পাঁচজন এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজায় ইসরাইলি হামলায় নিহত ১২