
স্পোর্টস রিপোর্টার

ফাহিমা খাতুনের করা ইনিংসের ২৯ ওভারের পঞ্চম বলটি ব্যাটে বলে করতে পারেননি থাইল্যান্ডের ১১তম ব্যাটার অনিচা কামচমফু। প্যাডে লাগতেই লেগ বিফোরের জোরালো আবেদন হয়। আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার। এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পান ফাহিমা। একই ইনিংসে তার আগেই পাঁচ উইকেট পূর্ণ করেছিলেন জান্নাতুল ফেরদৌস। এটা নারী ওয়ানডের এক ইনিংসে প্রথমবারের মতো দুই বোলারের পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড। ফাহিমার মতো জান্নাতুলও প্রথমবারের মতো ফাইফারের সাক্ষী হলেন।
এই দুই স্পিনারের তোপের মুখে পড়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড। লাহোরে নিগার সুলতানা জ্যোতিদের করা ২৭১ রানের জবাবে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় থাই মেয়েরা। ১৭৮ রানের জয় পায় নিগার অ্যান্ড কোং। ওয়ানডেতে এটা বাংলাদেশ নারী দলের সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড। রেকর্ড গড়ায় জয় এনে দেওয়ার পথে দারুণ বোলিং করে স্বাভাবিকভাবেই বেশ খুশি ফাহিমা ও জান্নাতুল। যদিও বোলিংয়ে এসে তাদের দুজনের ভাবনা একরকম ছিল না।
দারুণ কিছু হতে যাচ্ছে, বোলিং করতে এসেই সে আভাস পেয়েছিলেন ফাহিমা। বিসিবির দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য ভালো লাগার বিষয়। বিগত সময় আমার সামনে অনেকবার এই সুযোগটা এসেছিল। এবার প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলাম। এজন্য আমি অনেক খুশি। অতীতে আমি এক ম্যাচে চার উইকেট নিয়েছি। সুযোগ থাকার পরও হয়তো পাঁচ উইকেট নেওয়া হয়নি। আমি আমার জায়গা থেকে বলব, যে পাশ থেকে বল করছিলাম, প্রথমে বলটা ধরে মনে হয়েছে এই ম্যাচে হয়তোবা আমার দিন হতেও পারে। উইকেট টেকিং অপশনটা আমার বেশি ছিল। সেদিক থেকে আমি বলব আলহামদুলিল্লাহ।’
বাংলাদেশের হয়ে সবার শেষে বোলিং করতে আসেন জান্নাতুল। বল হাতে দিনটা কেমন যাবে আগেই সেটা ভাবেননি এই অফস্পিনার। শুধু নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার লক্ষ্য ছিল তার, ‘এটা হচ্ছে আমার প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়া। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে বোলিং করা। অবশ্যই বিশেষ কিছু, সারা জীবন মনে রাখার মতো একটা স্মৃতিই বলব। আমি দেরিতেই বোলিংয়েই আসছি। তখন হয়তো চিন্তাও ছিল না পাঁচ উইকেট পাব কি না। কিন্তু আমি আমার প্রক্রিয়া অনুসরণ করে বোলিং করার চেষ্টা করেছি।’
জান্নাতুল আরো বলেন, ‘কোনো লক্ষ্য ঠিক করে খেলতে নামি না। এই ম্যাচেও কোনো লক্ষ্য ছিল না। আমি চেষ্টা করছিলাম কোচ যেভাবে বলছিল যে উইকেট টু উইকেট বল করার জন্য। আমি সেভাবেই চেষ্টা করে গেছি। তাতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ।’

ফাহিমা খাতুনের করা ইনিংসের ২৯ ওভারের পঞ্চম বলটি ব্যাটে বলে করতে পারেননি থাইল্যান্ডের ১১তম ব্যাটার অনিচা কামচমফু। প্যাডে লাগতেই লেগ বিফোরের জোরালো আবেদন হয়। আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার। এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পান ফাহিমা। একই ইনিংসে তার আগেই পাঁচ উইকেট পূর্ণ করেছিলেন জান্নাতুল ফেরদৌস। এটা নারী ওয়ানডের এক ইনিংসে প্রথমবারের মতো দুই বোলারের পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড। ফাহিমার মতো জান্নাতুলও প্রথমবারের মতো ফাইফারের সাক্ষী হলেন।
এই দুই স্পিনারের তোপের মুখে পড়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড। লাহোরে নিগার সুলতানা জ্যোতিদের করা ২৭১ রানের জবাবে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় থাই মেয়েরা। ১৭৮ রানের জয় পায় নিগার অ্যান্ড কোং। ওয়ানডেতে এটা বাংলাদেশ নারী দলের সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড। রেকর্ড গড়ায় জয় এনে দেওয়ার পথে দারুণ বোলিং করে স্বাভাবিকভাবেই বেশ খুশি ফাহিমা ও জান্নাতুল। যদিও বোলিংয়ে এসে তাদের দুজনের ভাবনা একরকম ছিল না।
দারুণ কিছু হতে যাচ্ছে, বোলিং করতে এসেই সে আভাস পেয়েছিলেন ফাহিমা। বিসিবির দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য ভালো লাগার বিষয়। বিগত সময় আমার সামনে অনেকবার এই সুযোগটা এসেছিল। এবার প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলাম। এজন্য আমি অনেক খুশি। অতীতে আমি এক ম্যাচে চার উইকেট নিয়েছি। সুযোগ থাকার পরও হয়তো পাঁচ উইকেট নেওয়া হয়নি। আমি আমার জায়গা থেকে বলব, যে পাশ থেকে বল করছিলাম, প্রথমে বলটা ধরে মনে হয়েছে এই ম্যাচে হয়তোবা আমার দিন হতেও পারে। উইকেট টেকিং অপশনটা আমার বেশি ছিল। সেদিক থেকে আমি বলব আলহামদুলিল্লাহ।’
বাংলাদেশের হয়ে সবার শেষে বোলিং করতে আসেন জান্নাতুল। বল হাতে দিনটা কেমন যাবে আগেই সেটা ভাবেননি এই অফস্পিনার। শুধু নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার লক্ষ্য ছিল তার, ‘এটা হচ্ছে আমার প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়া। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে বোলিং করা। অবশ্যই বিশেষ কিছু, সারা জীবন মনে রাখার মতো একটা স্মৃতিই বলব। আমি দেরিতেই বোলিংয়েই আসছি। তখন হয়তো চিন্তাও ছিল না পাঁচ উইকেট পাব কি না। কিন্তু আমি আমার প্রক্রিয়া অনুসরণ করে বোলিং করার চেষ্টা করেছি।’
জান্নাতুল আরো বলেন, ‘কোনো লক্ষ্য ঠিক করে খেলতে নামি না। এই ম্যাচেও কোনো লক্ষ্য ছিল না। আমি চেষ্টা করছিলাম কোচ যেভাবে বলছিল যে উইকেট টু উইকেট বল করার জন্য। আমি সেভাবেই চেষ্টা করে গেছি। তাতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ।’

রান তাড়ায় নেমে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার নবম উইকেট জুটিতে যোগ করেন ৭৮ রান, যা এই উইকেটে টেস্ট খেলুড়ে কোনো দলের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। কিন্তু রেকর্ড জুটিও জয় এনে দিতে পারলো না ওয়েস্ট ইন্ডিজকে।
২ ঘণ্টা আগে
দুই ম্যাচ শেষে ইন্টার মিয়ামি ও ন্যাশভিলের স্কোর ছিল সমতায়। তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়াল ভাগ্য নির্ধারণী। তাতে লিওনেল মেসির জাদুর কাছে পাত্তাই পেল না ন্যাশভিলে।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য এশিয়ান অ্যাম্পুটি ফুটবল চ্যাম্পিয়নশিপ ফুটবলের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অ্যাম্পুটি ফুটবল দল। এ আসরকে ঘিরে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের আগামী আসরে খেলতে চান লিওনেল মেসি। এ ফুটবল জাদুকর মনে-প্রাণেই চান আর্জেন্টিনার বিশ্ব শিরোপার ধরে রাখার মিশনে অংশীদার হতে। তবে বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে নিজের ফিটনেসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন সব সময়। সে যাই হোক, ২০২৬ বিশ্বকাপে মেসি প্রিয় জন্মভূমির প্রতিনিধিত্ব করতে চান।
৪ ঘণ্টা আগে