আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুঃসময়ে জাকেরকে পাশে পেলেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার

দুঃসময়ে জাকেরকে পাশে পেলেন মুশফিক

দুঃসময় বললেও কম বলা হবে। সাদা পোশাকে সাম্প্রতিক সময়ে মুশফিকুর রহিমের যা পারফরম্যান্স সেটাকে যাচ্ছেতাই না বলে উপায় কি! সবশেষ ১২ ম্যাচে ফিফটি নেই। এর মধ্যে চার ইনিংসে দশকের ঘরে পৌঁছাতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও দিয়েছেন চরম ব্যর্থতার পরিচয়। খুব স্বাভাবিকভাবেই সমালোচিত হচ্ছেন মুশফিক। এমতাবস্থায় জাকের আলি অনিককে পাশে পেলেন সাবেক অধিনায়ক।

সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচের দুই ইনিংসে সমান ৪ রান করে আউট হন মুশফিক। তাই দলের হারের জন্য যে কয়েকজনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাদের মধ্যে এই উইকেটরক্ষক ব্যাটার একজন।

বিজ্ঞাপন

আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে। তার আগে শনিবার (২৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে হাজির হন জাকের। সেখানে প্রথম টেস্টে নিজেদের পারফরম্যান্স নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন তিনি। তার মধ্যে মুশফিকের অফফর্ম ইস্যু ছিল অন্যতম।

জাকের বলেন, ‘দলে তো আর উনি (মুশফিক) একা খেলছেন না। উনারই যে রান করতে হবে সব সময়…. সবারই রান করতে হবে। হয়তো এখন উনি রান পাচ্ছেন না। এটা যে কারও সঙ্গেই হতে পারে। প্রতিদিন যে শুধু উনাকেই রান করতে হবে এমন তো কোনো কথা নেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন