আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লিভারপুল-ম্যানসিটির পয়েন্ট হারানোর রাত

স্পোর্টস ডেস্ক

লিভারপুল-ম্যানসিটির পয়েন্ট হারানোর রাত

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দুঃসময় কাটছেই না বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের। পুরোনো বছর ফুরিয়ে নতুন বছর এলেও দুঃসময়ের বৃত্ত থেকে বের হতে পারছে না আর্না স্লটের দল। নতুন বছরে টানা দুই ম্যাচ ড্র করল ‘অল রেড’রা। এবার ফুলহ্যামের বিপক্ষে তাদের মাঠে ২-২ গোলে ড্র করেছে আর্না স্লটের দল। অন্য ম্যাচে পয়েন্ট খুইয়েছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি। শেষ মুহূর্তে গোল দিয়ে পেপ গার্দিওলার দলের এক পয়েন্ট কেড়ে নিয়েছে চেলসি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

লিভারপুল ও ফুলহ্যামের ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। ফুলহ্যামের মাঠে শুরু থেকেই আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল লিভারপুল। তবে ম্যাচের প্রথম গোলটি আদায় করে নেয় ফুলহ্যাম। ১৭তম মিনিটে হ্যারি উইলসনের গোলে পিছিয়ে পড়ে তারা। ভিএআরে যাচাইয়ের পরও গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। এই গোলে পিছিয়েই প্রথমার্ধে সমতায় যায় লিভারপুল। বিরতির পর ফুলহ্যামের ওপর বেশ চাপ তৈরি করে তারা। আক্রমণের ধার বাড়িয়ে অবশেষে ৫৭ মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের গোলে সমতায় ফেরে আর্না স্লটের দল। এরপর যোগ করা সময়ের চার মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় লিভারপুল। তিন মিনিট পরই সেই গোল শোধ করে দারুণ এক ড্রয়ে মাঠ ছাড়ে ফুলহ্যাম।

বিজ্ঞাপন

অন্য ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে তেমন কিছুই করতে পারল না চেলসি। পুরো ম্যাচে দাপট দেখিয়ে ম্যানচেস্টার সিটি যখন জয়ের দিকে ধাবিত হচ্ছে, তখনই চেলসির চমক। এনজো ফার্নান্দেজের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এর আগে চেলসির হয়ে গোলটি করেন রেইন্ডার্স।

২০ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের চেয়ে ছয় পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানসিটি। সমান ৪২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা। ৩৪ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে চেলসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন