তামিমের প্রতি চির কৃত্জ্ঞ বিসিবি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ২০: ৩৮
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২০: ৪২

বাংলাদেশ জাতীয় দলের হয়ে আর না খেলতে চাওয়া তামিমকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ এক বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটে তামিমের কীর্তির কথা তুলে ধরেন এই সংগঠক।

ফারুক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি দুঃখের মুহূর্ত। বিশ্বব্যাপী তামিমের কোটি ভক্তদের মনেও একই অনুভূতি হচ্ছে। তামিম আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অন্যতম সেরা রাষ্ট্রদূত, শুধু তার দক্ষতার জন্য নয়, তার দুই দশকের ক্যারিয়ারে নিজেকে যেভাবে বহন করেছেন তার জন্য।‘

বিজ্ঞাপন

ফারুক আরও বলেন, ‘তামিম শুরু থেকেই বিশ্বের কাছে নিজেকে তুলে ধরেন। এজন্য আমরা তার প্রতি চির কৃতজ্ঞ। বিসিবির পক্ষ থেকে, আমরা তামিম ইকবালকে তার অতুলনীয় সেবার জন্য ধন্যবাদ জানাই এবং তার সামনের জীবনের জন্য শুভ কামনা জানাচ্ছি।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত