ফের দিল্লিতে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৬: ৫৫
আপডেট : ১৪ মে ২০২৫, ১৮: ৩৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের নিলামে অবিক্রিত ছিলেন মোস্তাফিজুর রহমান। অবশেষে কোটি টাকার টুর্নামেন্টটির শেষ ভাগে এসে দল পেলেন এই বাঁহাতি তারকা পেসার। তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এক বার্তায় ফ্রাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।

আইপিএল ক্যারিয়ারে তৃতীয়বারের মতো দিল্লির হয়ে খেলতে দেখা যাবে মোস্তাফিজকে। এর আগে ২০২২ ও ২০২৩ সালের আসরে ভারতের রাজধানী পাড়ার ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন কাটার মাস্টার হিসেবে পরিচিত এই বোলার।

বিজ্ঞাপন

এবার ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি। সাময়িক বন্ধ হওয়ার পর ফের আইপিএল শুরুর ঘোষণা আসলেও অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ককে পাবে না দিল্লি। তাই তার পরিবর্তে মোস্তাফিজকে দলে টানল ফ্রাঞ্চাইজিটি।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে মোস্তাফিজুরের ছবি পোস্ট করেছে দিল্লি। ক্যাপশনে লিখেছে, ‘দুই বছর পর মোস্তাফিজুর রহমান ফিরে এসেছেন। তিনি জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের স্থলাভিষিক্ত হয়েছেন। ম্যাকগার্ক বাকি মৌসুমে খেলতে পারবেন না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত