ইউএস ওপেন ২০২৫
স্পোর্টস ডেস্ক
সময়টা এখন কার্লোজ আলকারাজ ও ইয়ানিক সিনারের। একের পর এক টুর্নামেন্টে ফাইনাল খেলে যাচ্ছেন র্যাকিংয়ের এক ও দুই নাম্বার তারকা। ধারাবাহিকতা ধরে রেখে বছরের ইউএস ওপেনের ফাইনালেও মুখোমুখি হতে যাচ্ছেন স্প্যানিশ ও ইতালিয়ান তারকা। সেমিফাইনালে আলকারাজ নোভাক জোকোভিচকে ও সিনার হারিয়েছেন কানাডার অগের-আলিয়াসিমকে।
আলকারাজের মুখোমুখি হবার আগে জোকোভিচের পক্ষে বাজি ধরার লোক কমই ছিলে। কারণ বয়স! কোর্টেও দেখা গেল তারুণ্যের শক্তি। ২২ বছর বয়সী আলকারাজের কাছে উড়ে গেলেন সার্বিয়ান তারকা। ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক সার্বিয়ান তারকাকে ২ ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে সরাসরি ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারান আলকারাজ।
এই হারে জোকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। ২০২৩ সালে ইউএস ওপেনের পর আর গ্র্যান্ড স্লাম জিততে পারেননি জোকোভিচ।
আর্থার অ্যাশে স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথম দুই সেটে কিছুটা লড়াই করেছিলেন জোকোভিচ। ম্যাচ জমে ওঠে দ্বিতীয় সেটে। নিষ্পত্তি হয় টাইব্রেকারে। তৃতীয় সেটের শুরু থেকেই শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন জোকোভিচ। এর মধ্যে টানা দুটি ‘ডাবল ফল্ট’ করে আরও পিছিয়ে পড়েন। আলকারাজ এগিয়ে যান ৩-১ গেমে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেত পারেননি জোকোভিচ।
আলকারেজের মতো ফাইনাল নিশ্চিত করেছেন ইতালিয়ান নম্বর ওয়ান ইয়ানিক সিনার। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিনার ২৫তম বাছাই ফেলিক্স অগের আলিয়াসিমেকে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। তাতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় (২৪ বছর) হিসেবে একই বছরের সব কয়টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠার রেকর্ড গড়লেন এই ইতালিয়ান তারকা।
এই মৌসুমজু্ড়েই দাপট দেখিয়েছেন আলকারেজ ও সিনার। সর্বশেষ ৭ গ্র্যান্ড স্লামই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন শীর্ষ দুই তারকা। তাতে ফাইনালটি জমজমাট হওয়ার ইঙ্গিত মিলছে। সোমবারের (৮ সেপ্টেম্বর) ফাইনালে কোর্টের লড়াই দেখার পালা।
সময়টা এখন কার্লোজ আলকারাজ ও ইয়ানিক সিনারের। একের পর এক টুর্নামেন্টে ফাইনাল খেলে যাচ্ছেন র্যাকিংয়ের এক ও দুই নাম্বার তারকা। ধারাবাহিকতা ধরে রেখে বছরের ইউএস ওপেনের ফাইনালেও মুখোমুখি হতে যাচ্ছেন স্প্যানিশ ও ইতালিয়ান তারকা। সেমিফাইনালে আলকারাজ নোভাক জোকোভিচকে ও সিনার হারিয়েছেন কানাডার অগের-আলিয়াসিমকে।
আলকারাজের মুখোমুখি হবার আগে জোকোভিচের পক্ষে বাজি ধরার লোক কমই ছিলে। কারণ বয়স! কোর্টেও দেখা গেল তারুণ্যের শক্তি। ২২ বছর বয়সী আলকারাজের কাছে উড়ে গেলেন সার্বিয়ান তারকা। ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক সার্বিয়ান তারকাকে ২ ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে সরাসরি ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারান আলকারাজ।
এই হারে জোকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। ২০২৩ সালে ইউএস ওপেনের পর আর গ্র্যান্ড স্লাম জিততে পারেননি জোকোভিচ।
আর্থার অ্যাশে স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথম দুই সেটে কিছুটা লড়াই করেছিলেন জোকোভিচ। ম্যাচ জমে ওঠে দ্বিতীয় সেটে। নিষ্পত্তি হয় টাইব্রেকারে। তৃতীয় সেটের শুরু থেকেই শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন জোকোভিচ। এর মধ্যে টানা দুটি ‘ডাবল ফল্ট’ করে আরও পিছিয়ে পড়েন। আলকারাজ এগিয়ে যান ৩-১ গেমে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেত পারেননি জোকোভিচ।
আলকারেজের মতো ফাইনাল নিশ্চিত করেছেন ইতালিয়ান নম্বর ওয়ান ইয়ানিক সিনার। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিনার ২৫তম বাছাই ফেলিক্স অগের আলিয়াসিমেকে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। তাতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় (২৪ বছর) হিসেবে একই বছরের সব কয়টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠার রেকর্ড গড়লেন এই ইতালিয়ান তারকা।
এই মৌসুমজু্ড়েই দাপট দেখিয়েছেন আলকারেজ ও সিনার। সর্বশেষ ৭ গ্র্যান্ড স্লামই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন শীর্ষ দুই তারকা। তাতে ফাইনালটি জমজমাট হওয়ার ইঙ্গিত মিলছে। সোমবারের (৮ সেপ্টেম্বর) ফাইনালে কোর্টের লড়াই দেখার পালা।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
২ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
২ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৬ ঘণ্টা আগে