সাত বছর পর জাতীয় দলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২১: ০০

গ্রায়েম ক্রেমারের জিম্বাবুয়ের হয়ে ফের খেলার খবরটা পুরনো। নতুন খবর হলো, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন ৩৯ বছর বয়সী ক্রেমার। সাত বছরের বেশি সময় পর জিম্বাবুয়ে দলের হয়ে ফের মাঠে নামবেন ক্রেমার।

বিজ্ঞাপন

ক্রেমার সর্বশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন। এরপর ক্রিকেট ছেড়ে গলফ খেলায় মনোযোগ দেন তিনি। মাঝে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা ও বসবাস করেছিলেন তিনি, যেখানে তার স্ত্রী এয়ারলাইন পাইলট হিসেবে কাজ করেন।

এ বছর শুরুতে ক্রেমার জিম্বাবুয়ে ফিরে জাতীয় দলে সুযোগ পাওয়ার লক্ষ্য নিয়ে ক্লাব ক্রিকেটে অংশ নেন। সেই লক্ষে সফল হলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে তাকে।

ক্রেমারের জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৫ সালের জানুয়ারিতে, চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্টে। ১৯ টেস্টে ৫৭ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। ৯৬ ওয়ানডেতে নিয়েছেন ১১৯ উইকেট ও ২৯ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩৫ উইকেট।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত