আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুলশানে লিটন, দলহীন মোস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার
গুলশানে লিটন, দলহীন মোস্তাফিজ

তামিম ইকবালের মালিকানাধীন দল গুলশান ক্রিকেটে খেলবেন লিটন দাস। আজ রবিবার লিটনের দল পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন তামিম ইকবাল।

ডিপিএলের আনুষ্ঠানিক দল-বদলের সময় সিসিডিএম থেকে দল-বদলের টোকেন তোলেন লিটন দাস। তখনই জানা গিয়েছিল গত আসরের দল আবাহনীর জার্সিতে খেলবেন না। তখন গুঞ্জন উঠেছিল হয়তো লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখাবেন লিটন। শেষ পর্যন্ত বনিবনা না হওয়ায় তাকে ভেড়ায়নি দলটি।

বিজ্ঞাপন

লিজেন্ডস অব রূপগঞ্জ তাকে না নেওয়ার সিদ্ধান্ত নিলে ফের দলহীন হয়ে পড়েন লিটন। দল-বদলের পর জানা যায় লিটন হয়তো গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দিতে পারেন। তবে সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এবার সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল।

লিটন দল পেলেও এখনও দল পাননি পেসার মোস্তাফিজুর রহমান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে খেলা এই ক্রিকেটার এবার সিসিডিএম থেকে টোকেনও তোলেননি। তবে জানিয়ে দিয়েছেন, তিনি প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন না। এমন কী কোন দলের সঙ্গে আলোচনা আগাননি এই বাঁহাতি ক্রিকেটার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন