আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবিনাদের সাফ ফুটসাল মিশন

স্পোর্টস রিপোর্টার

সাবিনাদের সাফ ফুটসাল মিশন

আগামী ১৩-১৫ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে হবে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের আসর। এ টুর্নামেন্টে সাবিনা খাতুনের নেতৃত্বে প্রথমবার খেলবে বাংলাদেশ। আগামীকাল ব্যাংককের বিমান ধরবে লাল-সবুজ জার্সিধারীরা। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সাফ ফুটসালে ভালো কিছু করার লক্ষ্যের কথা জানালেন সাবিনা।

তিনি বলেন, ‘ফুটসালের প্রতি আমার আলাদা একটা সফটনেস আছে। বাংলাদেশের প্রথম কোনো নারী ফুটবলার বিদেশের মাটিতে খেলছে-সেটা হচ্ছি আমি এবং তখনো ফুটসাল খেলতেই গিয়েছিলাম। যদি সাফে দেশকে প্রতিনিধিত্ব করতে পারি, একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি, তা হবে পরবর্তী প্রজন্মের জন্য একটু সহজ বিষয়।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘আমাদের চেয়ে মালদ্বীপ এগিয়ে থাকবে এবং ভারতের বেশ কিছু কোয়ালিফায়ার খেলছে ফুটসালে, তারা অবশ্যই সব সময় শক্তিশালী হয় এবং ওদের পরিকল্পনা সব সময় আগে থেকেই থাকে। বাকি টিমগুলো যারা আছে, তারা আমাদের মতোই নতুন। আমরা এক মাসের একটু বেশি সময় অনুশীলন করেছি। সেই জায়গা থেকে মনে হয় আমরা ভালো কিছু করব।’

জাতীয় দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়াও সাফ ফুটসালে খেলবেন। তিনি বলেন, ‘এখন আমরা সাফে যাচ্ছি। তবে একটি বড় অনুরোধ আছে-আমাদের একটি ফুটসাল স্টেডিয়াম প্রয়োজন। এখন দুটি ন্যাশনাল টিম (নারী ও পুরুষ) প্রস্তুত হচ্ছে; কিন্তু ঢাকায় কিছু স্টেডিয়াম থাকা সত্ত্বেও আমরা কেন ট্রেনিং করতে পারছি না, সেটি আমার কাছে বড় প্রশ্ন।’

সাফ ফুটসালে সাতটি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এ টুর্নামেন্টে খেলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: