এশিয়া কাপ থেকে সব শেষ আয়ারল্যান্ড সিরিজ। এ সময়ে জাতীয় দলের ১২ ম্যাচে একাদশে ছিলেন শামীম হোসেন পাটোয়ারী। ১০ ইনিংসে ব্যাটিং করে তিনবার আউট হন রানের খাতা খোলার আগেই। আর দুই ম্যাচে আউট হন এক রান করে। অর্থাৎ, ১০ ইনিংসের পাঁচটিতেই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন শামীম পাটোয়ারী। এতে তাকে ঘিরে তৈরি হয়েছিল সমালোচনা। এমনকি নির্বাচক প্যানেলও তাকে রাখেনি আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজ স্কোয়াডে। তবে অধিনায়ক লিটন দাস স্কোয়াডে শামীমকে না পেয়ে নির্বাচক প্যানেলের বিরুদ্ধে মন্তব্য করে জন্ম দেন সমালোচনার। এভাবে আগলে রাখার জন্য জাতীয় দলের অধিনায়ক লিটনকে ধন্যবাদ দিতে একবারও ভাবেননি শামীম পাটোয়ারী। আজ ৪৩ বলে ৮১* রানের ঝড়ো ইনিংস খেলে লিটনকে দেন ধন্যবাদ।
ঢাকা ক্যাপিটালসকে খাদের কিনারা থেকে টেনে তুলে একদম জয়ের দ্বারপ্রান্তে নেন শামীম। ৪৩ বলে ৯ চার ও তিন ছক্কায় করেন ৮১* রান। এমন দারুণ ইনিংস শামীম খেলতে পারেনÑসেই বিশ্বাসটা ছিল অধিনায়ক লিটনের। সেটা একরকম স্পষ্ট হয়েছে গতকাল তার খেলা ইনিংসে। অধিনায়কের আস্থা রাখা ইনিংস খেলে শামীম বলেন, ‘অবশ্যই প্রথমে আমি লিটন ভাইকে ধন্যবাদ দেব। তিনি আমার ওপর অনেক আস্থা রেখেছেন। কারণ, তার আগে আমি ম্যাচ জেতানো ইনিংসও খেলেছি।’
ম্যাচজয়ী ইনিংস খেলার পাশাপাশি খারাপ ব্যাটিং হতে পারে স্বীকার করে লিটন বলেন, ‘একজন ক্রিকেটারের দু-তিনটি ম্যাচ খারাপ হতেই পারে। আমি মনে করি, এটা কোনো ব্যাপার নয়। আবার যদি একটু ব্যাকআপ দেয়, ভালো সমর্থন দেয়, তাহলে অবশ্যই ভালোভাবে সহজে ফিরে আসা যায়।’
মনজয়ী ইনিংসের পর দলকে জেতানোর পর আফসোস খানিকটা থাকেÑসেটা স্বীকার করে লিটন বলেন, ‘ম্যাচ হেরে গেলে তো অবশ্যই আফসোস থাকে। যতক্ষণ পর্যন্ত ছিলাম, ততক্ষণ নিজের ওপর বিশ্বাস ছিল।’ মোহাম্মদ আমিরের করা শেষ ওভারে করা দুটি ডট বল নিয়ে বলেন, ‘ভালো বল করে ফেলছে। এক্সট্রা অর্ডিনারি বল করে ফেলছে। এতে আমার কিছু করার ছিল না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

