এনডিসিসি জাতীয় দাবা উৎসব শুরু

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২১: ২৯
নটর ডেম কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে নবম এনডিসিসি জাতীয় দাবা উৎসব : আমার দেশ

নটর ডেম কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে নবম এনডিসিসি জাতীয় দাবা উৎসব। আজ ফিদে রেটেড দাবা খেলা আয়োজন করেছিল নটর ডেম চেস ক্লাব। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন অনন্ত চৌধুরী, হৃশিন তালুকদার ও মো. আবু হানিফ। তারা পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকা। আগামীকাল হবে একক দাবার খেলা, যেখানে জুনিয়র ও সিনিয়র সেগমেন্ট থাকবে। দাবা উৎসব উদ্বোধন করেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও। নানা বয়সি নারী ও পুরুষ দাবাড়ুর পদচারণায় মুখর হয়ে ওঠে নটর ডেম কলেজ প্রাঙ্গণ।

বিজ্ঞাপন

দাবা উৎসব চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। মোট ১২টি ইভেন্টের খেলা হবে। ইভেন্টগুলো হলো- সোলো চেস, স্ক্র্যাপবুক, টিম চেস, স্পিড কাবিং, চেস নাইন সিক্স জিরো, আইকিউ অলিম্পিয়াড, রেটেড চেস, সুডোকু, পিস হান্টার, ক্রস ওয়ার্ডস, পাজল রেলি, চেস পাজল ও ওয়াল ম্যাগাজিন। এই উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ব্যক্তিগত ও দলীয় দাবা প্রতিযোগিতা, যা দেশব্যাপী দাবাপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। এই জাতীয় দাবা উৎসবের মিডিয়া পার্টনার দৈনিক আমার দেশ।

এছাড়া টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। টিকিটিং স্পন্সরশিপ পেয়েছে ইভেন্ট স্পার্ক। হাইড্রেসন পার্টনার হিসেবে থাকছে জীবন মিনারেল ওয়াটার। কিউব পার্টনার হয়েছে পাজল বাজার। আমার দেশ ছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দাবাপাঠ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত