ফের ওয়াশিংটনকে জেতালেন ওয়েন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১৫: ০৪

মেজর লিগ ক্রিকেটে দারুণ সময় পার করছেন মিচেল ওয়েন। এমআই নিউইয়র্কের বিপক্ষে আগের ম্যাচে দল জিতিয়ে পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার। টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ওয়াশিংটন ফ্রিডমের সাত উইকেটের জয়ের নায়কও তিনি। এবার ব্যাটে-বলে আরও বেশি ক্ষুরধার তিনি।

গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২২০ রানের বিশাল পুঁজি দাঁড় করায় টেক্সাস। দলটির হয়ে ৩১ বলে ৬৯ রানের ইনিংস খেলেন ফাফ ডু প্লেসি। ৩২ রান আসে মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে। ওয়াশিংটনের হয়ে বল হাতে ৩৩ রানে তিন উইকেট নেন ওয়েন।

বিজ্ঞাপন

এরপর ব্যাটিংয়ে নেমে দলের হয়ে খেলেন সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস। তার ৫২ বলের ইনিংসটি সাজানো ছিল আট চার ও পাঁচ ছয়ের সাহায্যে। ৪৫ বলে ৮০ রান করেন আন্দ্রিয়েস গাউস। দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়াশিংটন।

অপর ম্যাচে উন্মুক্ত চাঁদের ঝড়ো ব্যাটিংয়ে সিয়াটল অর্কাসকে ছয় উইকেটে হারিয়েছে এলএ নাইট রাইডার্স। আগে ব্যাট করে ১৭৭ রান জড়ো করে সিয়াটল। জবাবে ১৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় নাইট রাইডার্স। ৫৮ বলে ৮৬ রান এনে দেন চাঁদ। সাইফ বাদারের অবদান ৫৪ রান। ৩২ বল খেলেন তিনি। এছাড়া শেরফানে রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ২০ রান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত