বায়ার্নের প্রেমে মজেছেন কেইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৫: ০০

ইংল্যান্ড ছেড়ে পাড়ি জমিয়েছেন জার্মানি। হ্যারি কেইন নাম লিখেছেন বায়ার্ন মিউনিখে। পরিকল্পনা ছিল প্রিয় জন্মভূমিতে ফিরবেন খুব দ্রুতই। তবে বাভারিয়ানদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করবেন তার আগে। তারপরই ফিরবেন ইংল্যান্ডে। সে হিসাবে বায়ার্নে তারকা এ ইংলিশ ফরোয়ার্ডের থাকার কথা আর মাত্র দুই বছর। কেননা তার চুক্তির মেয়াদ শেষ হতে এখনো দুই বছর বাকি।

বিজ্ঞাপন

কিন্তু লক্ষ্যটা এখনই বদলে ফেলেছেন কেইন। শুধু বাকি থাকা চুক্তির দুই বছরই নয়। গোল মেশিন জার্মানিতে থেকে যেতে চান আর অনেক বছর। বায়ার্নের প্রেমে পড়ে গেছেন। অ্যালিয়াঞ্জ অ্যারিনাকে বানিয়ে ফেলেছেন নিজের সেকেন্ড হোম। এ কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এ তারকা স্ট্রাইকার।

বুন্দেসলিগায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কেইন বলেন, ‘প্রিমিয়ার লিগের ব্যাপারে, আমি ঠিক জানি না। বায়ার্নে যখন প্রথম এলাম, তখন জিজ্ঞেস করলে বলতাম, নিশ্চিতভাবেই ফিরে যাব (প্রিমিয়ার লিগে)। এখন এখানে বছর দুয়েক কাটানোর পর বলতে পারি, ব্যাপারটি অন্যরকম হয়ে গেছে।’

বায়ার্নের প্রতি নিজের ভালোবাসার টান নিয়ে কেইন জানান, ‘তার মানে এই নয় যে, কখনোই (প্রিমিয়ার লিগে) ফিরে যাওয়ার সম্ভাবনা নেই। ক্যারিয়ারে আমি যা শিখেছি তা হলো, বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ আসে, নানা সম্ভাবনার দুয়ার খুলে যায়। বায়ার্নকে নিয়ে শুরুর কথায় যদি ফিরে যাই, এই মুহূর্তে এখানে আমি সবটুকু পূর্ণ।’

কেইন এখন রয়েছেন ইংল্যান্ডের মাটিতে। আন্তর্জাতিক ফুটবলের উইন্ডো চালু হওয়ায় ক্লাব ফুটবলে এখন চলছে বিরতি। ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে নিজেকে ঝালাই করে নিতে কেইন আছেন ইংল্যান্ডের ক্যাম্পে। সেই ক্যাম্প থেকেই ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেইন বললেন তেমনটা।

বায়ার্নে কেইনের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা এখনো শুরু হয়নি। তবে সংবাদমাধ্যমকে কেইন জানিয়েছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই আলোচনার জন্য, ‘তেমন কিছু (চুক্তির মেয়াদ বাড়ানো) অবশ্যই দেখতে পাচ্ছি আমি। যদিও সপ্তাহ দুয়েক আগেই প্রকাশ্যে বলেছি যে, বায়ার্নের সঙ্গে এসব আলোচনা আমার শুরু হয়নি। তবে যদি ব্যাপারগুলো উঠে আসে, অবশ্যই কথা বলতে মুখিয়ে থাকব আমি এবং সৎ আলোচনা করব।’

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত