আয়ারল্যান্ডের সামনে সুযোগ ছিল ম্যাচ জিতে সমতায় সিরিজ শেষ করা। তবে সেটা হতে দিলো না ইংল্যান্ড। সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের ৬ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তুলে আয়ারল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে জর্ডান কক্সের ৩৭ বলে ৫৫ রানের ইনিংসে জয় তুলে নেয় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৫৪/৮, ২০ ওভার (অ্যাডায়ার ৩৩, টেক্টর ২৮, ডেলানি ৪৮; ডসন ২/৯, ওভারটন ২/২৭, রশিদ ৩/২৯)।
ইংল্যান্ড: ১৫৫/৪, ১৭.১ ওভার (সল্ট ২৯, কক্স ৫৫, ব্যান্টন ৩৭; ম্যাককার্থি ১/২২, ইয়াং ১/২১, ক্যাম্পার ১/২৪)।
ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : আদিল রাশিদ।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-০ তে জয়ী ইংল্যান্ড।
সিরিজ সেরা: ফিল সল্ট।

