বিশ্ব দাবায় মুগ্ধর খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২: ০০

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে আলোচনায় আসেন ১০ বছর বয়সি বাংলাদেশি দাবাড়ু রায়ান রশিদ মুগ্ধ। রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মুগ্ধ অবিস্মরণীয় ম্যাচটি খেলেছিলেন অনলাইন প্ল্যাটফর্ম চেস ডট কমে। কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার কার্লসেনকে বুলেট গেমে হারিয়ে দেওয়া কীর্তিমান মুগ্ধর বিশ্ব দাবায় খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আগামী ১৮ সেপ্টেম্বর কাজাখস্তানে শুরু হবে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ। স্পন্সরের অভাবে এ প্রতিযোগিতায় খেলা অনিশ্চিত বাংলাদেশের প্রতিভাবান খুদে দাবাড়ু মুগ্ধর। অনূর্ধ্ব-১০ বিভাগে টানা তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন মুগ্ধ। এরই মধ্যে বিশ্ব দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। কিন্তু কাজাখস্তানে যাওয়ার জন্য কোনো স্পন্সর পাচ্ছেন না।

বিজ্ঞাপন

দুই বছর আগে কিরগিজস্তানে ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১০ বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন এই দাবাড়ু। বর্তমানে স্ট্যান্ডার্ড রেটিংয়ে অনূর্ধ্ব-১০ বছর বয়সিদের মধ্যে মুগ্ধ ১৭তম, এশিয়ায় সপ্তম। র‌্যাপিডে দ্বিতীয়। মুগ্ধর বর্তমান স্ট্যান্ডার্ড রেটিং ২০৭০, র‌্যাপিড রেটিং ২১৭৫। ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপে হয়তো নিজেকে আরো ছাড়িয়ে যেতে পারতেন মুগ্ধ।

মুগ্ধর চাচা মাকসুদুর রশীদ বলেন, ‘মুগ্ধর মেধা বিকাশের জন্য নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিকল্প নেই। পারিবারিক উদ্যোগে তাকে এর আগে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। কিন্তু সব খরচ পরিবার থেকে বহন করা সম্ভব হচ্ছে না। এজন্য আমরা পৃষ্ঠপোষকতা খুঁজছি। যদি কোনো করপোরেট প্রতিষ্ঠান এগিয়ে আসত তাহলে মুগ্ধ হয়তো বিশ্ব দাবায় দেশের নাম উজ্জ্বল করতে পারত।’ মুগ্ধর চাচা মাকসুদুর রশীদের দাবি করেন, ফেডারেশনের পক্ষ থেকেও কোনো আর্থিক সাপোর্টের আশ্বাস পাওয়া যায়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত