দেশের নারী ফুটবলে অসামান্য অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের জাতীয় দলের এই তারকা ফুটবলার পুরস্কারটি জিতেছেন ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে ঋতুপর্ণার হাতে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর চার নারী পেলেন বেগম রোকেয়া পদক। তাদের মধ্যে ঋতুপর্ণা অন্যতম।
বাংলাদেশের মেয়েরা টানা দুবারের (২০২২ ও ২০২৪) সাফ চ্যাম্পিয়ন। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টিকিট কেটেছে এশিয়ান কাপের মূল পর্বেও। দেশের নারী ফুটবলের এই উত্তরণে অনন্য ভূমিকা রেখেছেন রাঙামাটির কন্যা ঋতুপর্ণা। অসাধারণ এই অর্জনের পুরস্কার হিসেবে এর আগে প্রথমবারের মতো একুশে পদক জেতে জাতীয় নারী ফুটবল দল। তারই ধারাবাহিকতায় এবার ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক।
গতকাল ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী। নারী শিক্ষা ও অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়ার ৯৩তম মৃত্যুবার্ষিকীও ছিল একই দিনে। নানা আয়োজনে বিশেষ দিনটি পালন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

