অ্যাশেজ মানেই উত্তাপের আগুন। যে আগুনে ঝলসে যাওয়া ছাই নিয়ে ক্রিকেটের দুই পরাশক্তির লড়াই। পার্থে আজ প্রথম টেস্টেও দেখা গেল হাডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। তাতে প্রথম দিনের পুরোটাই নিজেদের করে নিয়েছেন বোলাররা। ইংল্যান্ডের গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াও একই পথে হাঁটছে। হাতে ১ উইকেট নিয়ে ৪৯ রানে পিছিয়ে প্রথমদিন শেষ করেছে অজিরা।
পার্থের পিচে দিনের শুরুর তোপটা দাগান অজি পেসাররা। দলের মূল দুই কাণ্ডারি প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে ছাড়া খেলতে নামা অজিদের বোলিং লাইনের নেতৃত্ব দেন মিচেল স্টার্ক। ৭ উইকেট নিয়ে ইংলিশদের একাই ধসিয়ে দিয়েছেন অভিজ্ঞ এই পেসার। তাতে ১৭২ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২৩ রান তুলে ৯ উইকেট হারিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
জবাবী ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে দুই অংকের ঘর ছুঁতে পেরেছেন মাত্র ৫ জন। এদের মধ্যে ৩ জন বিশের কোটায় এবং দুজন দশের কোটায় রান করেছেন। বাকি ছয়জন আঊট হয়েছেন মোবাইলের ডিজিটের ঘরে। বিশের ঘরে রান করেছেন ট্র্যাভিস হেড (২১), ক্যামেরন গ্রিন (২৪) ও আলেক্স ক্যারি (২৬)। এছাড়া দুই অংক ছুঁয়েছেন স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।
ইংল্যান্ডের ইনিংসে যেমন তোপ দেগেছেন স্টার্ক, অস্ট্রেলিয়ার ইনিংসে সেটি করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ২৩ রানে ৫ উইকেট নেন এই পেস অলরাউন্ডার। অ্যাশেজে ১৯০৯ সালের পর টেস্টের প্রথম দিনে আজই সর্বোচ্চ ১৯ উইকেট পড়ার ঘটনা ঘটল।
এর আগে বল হাতে মাঠে নেমেই দাপট দেখালেন স্টার্ক। পেস ঝড় তুলে একাই শিকার করলেন ৭ উইকেট। স্টার্কের আগুনে বোলিংয়ে দলীয় ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে দলের ব্যাটিং বিপর্যয়ের শুরু শূন্য রানে ওপেনার জ্যাক ক্রলির বিদায়ের মধ্য দিয়ে। তবে চাপ সামলে হ্যারি ব্রুক ৫২ রান করেন। আর অলি পোপের ব্যাট থেকে আসে ৪২ রান। দলীয় স্কোরে ৩৪ রান যোগ করেন জেমি স্মিথ।

