আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আর্জেন্টিনাসহ ৬ ফুটবল ফেডারেশনের জরিমানা

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনাসহ ৬ ফুটবল ফেডারেশনের জরিমানা

ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলছে ফিফা। তারই ফলে এবার বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে আর্জেন্টিনাসহ ছয়টি জাতীয় ফুটবল ফেডারেশনকে। জুন মাসের বিশ্বকাপ বাছাইপর্বে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে এই জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

ফিফার শৃঙ্খলাপরিষদের প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত দেশগুলো হলো - আলবেনিয়া, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনা।

সবচেয়ে বড় শাস্তি পেয়েছে আলবেনিয়া। গত ৭ জুন সার্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে সমর্থকদের নানা ধরনের অনিয়ম, বর্ণবাদী আচরণ, জাতীয় সঙ্গীতে বাধা সৃষ্টি এবং অশোভন বার্তা প্রদর্শনের কারণে দেশটির ফুটবল ফেডারেশনকে ১ লাখ ৬১ হাজার ৫০০ সুইস ফ্রাঁ (প্রায় দুই লাখ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। পাশাপাশি আসন্ন একটি ম্যাচে ২০ শতাংশ আসনসংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে ফিফা।

দ্বিতীয় সর্বোচ্চ শাস্তি জুটেছে আর্জেন্টিনার ভাগ্যে। ১০ জুন বুয়েনস আয়ার্সে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে দেশটির ফুটবল ফেডারেশনকে ১ লাখ ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দুই ম্যাচ নিষিদ্ধ ও ৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা গুনতে হবে।

এরপর আছে লাতিনের আরেক দল চিলি। তাদেরকে ১ লাখ ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে ৫ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে সমর্থকদের বর্ণবাদী আচরণের জন্য। কলম্বিয়াকে ৭০ হাজার, সার্বিয়া ৫০ হাজার এবং বসনিয়া-হার্জেগোভিনা উভয় দলকে ২১ হাজার করে সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন