
স্পোর্টস রিপোর্টার

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে কোন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। তাতে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ শেষ করতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এই ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস জানান, হারের কারণ শিশির। এছাড়া তার ভাষ্য ছিল, এই সিরিজে কঠিন সময় উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন কঠিন সময়ের অপেক্ষাতেই ছিলেন তিনি।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন জানান, প্রথম দুই টি-টোয়েন্টির চেয়ে বেশি শিশির ছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে। আরও যোগ করেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে যে চ্যালেঞ্জ তিনি আশা করেছিলেন। সেই চ্যালেঞ্জটা তার দল পেয়েছে। শুধু সেই চ্যালেঞ্জের কাছেই দল হার মেনেছে সেটা বিশ্বাস করেন না তিনি। অধিনায়কের মতে, বাড়তি ক্রিকেট খেলার ক্লান্তিও দলের মধ্যে চাপ ফেলেছে বলে জানান। অধিনায়ক বলেন, শেষ দুই-আড়াই মাসে অনেক ক্রিকেট খেলা হয়েছে। এর জন্য ক্রিকেটারদের মধ্যে ক্লান্তি যোগ হয়েছে। লিটনের আশা, আয়ারল্যান্ড সিরিজের আগে থাকা ছুটি ক্রিকেটারদেরকে ক্লান্তিহীন করে মাঠে ফেরাবে।
এই দিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ হেরেছি। তাই আমরা ৩-০ ছাড়া আর কিছুই ভাবি নাই। এটাই এই সিরিজের দারুণ ব্যাপার।’ গতকালকের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘উইকেট স্ট্রোক খেলার জন্য দারুণ ছিল।’

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে কোন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। তাতে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ শেষ করতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এই ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস জানান, হারের কারণ শিশির। এছাড়া তার ভাষ্য ছিল, এই সিরিজে কঠিন সময় উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন কঠিন সময়ের অপেক্ষাতেই ছিলেন তিনি।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন জানান, প্রথম দুই টি-টোয়েন্টির চেয়ে বেশি শিশির ছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে। আরও যোগ করেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে যে চ্যালেঞ্জ তিনি আশা করেছিলেন। সেই চ্যালেঞ্জটা তার দল পেয়েছে। শুধু সেই চ্যালেঞ্জের কাছেই দল হার মেনেছে সেটা বিশ্বাস করেন না তিনি। অধিনায়কের মতে, বাড়তি ক্রিকেট খেলার ক্লান্তিও দলের মধ্যে চাপ ফেলেছে বলে জানান। অধিনায়ক বলেন, শেষ দুই-আড়াই মাসে অনেক ক্রিকেট খেলা হয়েছে। এর জন্য ক্রিকেটারদের মধ্যে ক্লান্তি যোগ হয়েছে। লিটনের আশা, আয়ারল্যান্ড সিরিজের আগে থাকা ছুটি ক্রিকেটারদেরকে ক্লান্তিহীন করে মাঠে ফেরাবে।
এই দিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ হেরেছি। তাই আমরা ৩-০ ছাড়া আর কিছুই ভাবি নাই। এটাই এই সিরিজের দারুণ ব্যাপার।’ গতকালকের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘উইকেট স্ট্রোক খেলার জন্য দারুণ ছিল।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ তাদের সামনে ছিল সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ-সাইম আইয়ুবরা।
১৫ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ঢাকায় না থাকলেও কোচ কাবরেরার ছকেই দলের অনুশীলন হচ্ছে বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন।
১৭ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টিতে আগেই হার মেনেছিল বাংলাদেশ। এবার শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতেও মিলল না সান্ত্বনার জয়। ছন্দটা ধরে রেখে এবারও জিতল ওয়েস্ট ইন্ডিজ। জয়টা এসেছে ৫ উইকেটে- ১৯ বল হাতে রেখেই।
১৭ ঘণ্টা আগে
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিতেই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচশেষে হিলি জানান, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। সে হিসাবে পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন এই অজি তারকা।
১৭ ঘণ্টা আগে