স্পোর্টস ডেস্ক
মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে বল পায়ে আসর জুড়ে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। শেষ ম্যাচে এসেও ধারাবাহিকতা বজায় রাখলেন। আসর জুড়ে জোড়া গোলে মাত করার পর এবার পেলেন হ্যাটট্রিক। আর্জেন্টাইন তারকার ৬০তম হ্যাটট্রিকে ন্যাশভিলে বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে-অফে উঠেছে ইন্টার মিয়ামি।
রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে প্রতিপক্ষের মাঠ জিওডিস পার্কে ম্যাচের শুরু থেকেই বল পজিশনে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল ইন্টার মায়ামি। ৬০% বল দখলে রেখে পুরো ম্যাচে তারা ১৭টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল গোলে লক্ষ্যবস্তু। বিপরীতে ন্যাশভিল ১৫টি শট নিয়ে ৭টি টার্গেটে রাখতে পেরেছিল।
আজকের হ্যাটট্রিকটা কাকতালীয়ও বটে। গত বছরও ঠিক ১৯ অক্টোবরেই হ্যাটট্রিক করেছিলেন মেসি। ঠিক ১ বছর পর ফের দেখা পেলেন টানা তিন গোলের। এ ম্যাচ শেষে চলতি এমএলএস আসরে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশভিলের স্যাম সারিজ এবং লস অ্যাঞ্জলসের ডেনিস বুয়াঙ্গার গোল ২৪টি।
এদিন ম্যাচের ৩৪তম মিনিটে মিয়ামিকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে প্রথমার্ধের শেষদিকে দুই মিনিটের ব্যবধানে দুই গোলে মিয়ামিকে ভয় পাইয়ে ন্যাশভিল। ৪৩তম মিনিটে স্যাম সুরিডজ গোল করে সমতা ফেরান। এরপর জেকব শ্যাফেলবার্গ গোল করলে ন্যাশভিল ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের গল্পটা পুরোটাই মেসি আর মিয়ামির। ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-২ সমতায় ফেরান মেসি। ৬৭তম মিনিটে দলক এগিয়ে নেন তরুণ তারকা বাল্টাসার রড্রিগেজ। মেসি হ্যাটট্রিক আদায় করে নেন ৮১তম মিনিটে। এরপর ম্যাচের ইনজুরি সময়ে (৯০+১ মিনিটে) তেলাস্কো সেগোভিয়া মায়ামির হয়ে পঞ্চম গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২।
মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে বল পায়ে আসর জুড়ে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। শেষ ম্যাচে এসেও ধারাবাহিকতা বজায় রাখলেন। আসর জুড়ে জোড়া গোলে মাত করার পর এবার পেলেন হ্যাটট্রিক। আর্জেন্টাইন তারকার ৬০তম হ্যাটট্রিকে ন্যাশভিলে বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে-অফে উঠেছে ইন্টার মিয়ামি।
রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে প্রতিপক্ষের মাঠ জিওডিস পার্কে ম্যাচের শুরু থেকেই বল পজিশনে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল ইন্টার মায়ামি। ৬০% বল দখলে রেখে পুরো ম্যাচে তারা ১৭টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল গোলে লক্ষ্যবস্তু। বিপরীতে ন্যাশভিল ১৫টি শট নিয়ে ৭টি টার্গেটে রাখতে পেরেছিল।
আজকের হ্যাটট্রিকটা কাকতালীয়ও বটে। গত বছরও ঠিক ১৯ অক্টোবরেই হ্যাটট্রিক করেছিলেন মেসি। ঠিক ১ বছর পর ফের দেখা পেলেন টানা তিন গোলের। এ ম্যাচ শেষে চলতি এমএলএস আসরে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশভিলের স্যাম সারিজ এবং লস অ্যাঞ্জলসের ডেনিস বুয়াঙ্গার গোল ২৪টি।
এদিন ম্যাচের ৩৪তম মিনিটে মিয়ামিকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে প্রথমার্ধের শেষদিকে দুই মিনিটের ব্যবধানে দুই গোলে মিয়ামিকে ভয় পাইয়ে ন্যাশভিল। ৪৩তম মিনিটে স্যাম সুরিডজ গোল করে সমতা ফেরান। এরপর জেকব শ্যাফেলবার্গ গোল করলে ন্যাশভিল ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের গল্পটা পুরোটাই মেসি আর মিয়ামির। ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-২ সমতায় ফেরান মেসি। ৬৭তম মিনিটে দলক এগিয়ে নেন তরুণ তারকা বাল্টাসার রড্রিগেজ। মেসি হ্যাটট্রিক আদায় করে নেন ৮১তম মিনিটে। এরপর ম্যাচের ইনজুরি সময়ে (৯০+১ মিনিটে) তেলাস্কো সেগোভিয়া মায়ামির হয়ে পঞ্চম গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২।
খেলা ছিল এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে। যেটা কিনা এখন বার্সেলোনার ঘরের মাঠ। আর কাতালানদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যাচ হবে একপেশে।
১ ঘণ্টা আগেলেস্টার যেবার রূপকথার জন্ম দিল, ওই বছরই চতুর্থ টায়ারে নেমে যাওয়ার শঙ্কায় ছিল সুইডেনের ক্লাব মিয়ালবির। ৯ বছর পর রথ চলল উল্টো পথে; লেস্টার ইপিএল থেকে অবনমিত হয়েছে আর মিয়ালবির হাতে উঠল শিরোপা। তাও প্রথমবারের মতো মেজর কোনো শিরোপা।
৩ ঘণ্টা আগেআইসিসি নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য আসরে টিকে থাকার। বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২০২ রানে গুটিয়ে দিয়েও শেষের ব্যাটিং বিপর্যয়ে ৭ রানে হারতে হয়েছে বাংলাদেশকে।
৫ ঘণ্টা আগেব্রায়ান লারার ব্যাটিংয়ের ভক্তের অভাব নেই। তার ব্যাক ফুট ড্রাইভ, কাভার ড্রাইভ কিংবা পুল এবং হুক শট যে কারো চোখ জুড়িয়ে দিত। পায়ের কাজটা যেকোনো ব্যাটারের কাছে স্বপ্নের মতো। ক্যারিবিয়ান কিংবদন্তির পায়ের কাজকে ব্যাখ্যা করতে গিয়ে কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে টেনে আনলেন আরেক মহাতারকা শচিন টেন্ডুলকার।
৭ ঘণ্টা আগে