হ্যারি কেইনের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ২২: ০০
সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে হ্যারি কেইন, ছবি: এক্স হ্যান্ডেল, এফসি বায়ার্ন

মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ হোফেনহেইমের মতো পুঁচকে দল। যারা কিনা অবনমন অঞ্চলের আশপাশে ঘুরপাক খেয়েও বুন্দেসলিগায় টিকে গেছে। শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে পড়া ক্লাবটি আতিথ্য দিয়েছিল চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখকে। ফুটবলপ্রেমীরা ধরেই নিয়েছিল, বুন্দেসলিগা চ্যাম্পিয়ন ক্লাবটির কাছে পাত্তাই পাবে না হোফেনহেইম। বাস্তবে তেমনটাই হয়েছে। দুরন্ত পারফরম্যান্সে বায়ার্ন রীতিমতো উড়িয়ে দিয়েছে তাদের। তাতে জার্মান লিগ শিরোপা পুনরুদ্ধারের সঙ্গে মৌসুমটা শেষ করল গোলের বন্যা বইয়ে দিয়ে। শনিবার রাতে জার্মান লিগে নিজেদের শেষ ম্যাচে হোফেনহেইমকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বাভারিয়ানরা। বায়ার্নের জার্সিতে প্রতিপক্ষের জালে বল জড়ান মাইকেল ওলিসে, জসুয়া কিমিখ, সের্গে জিনাব্রি ও হ্যারি কেইন।

বিজ্ঞাপন

বর্ণিল ফুটবল ক্যারিয়ারে প্রথম শিরোপা জয়ের মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন কেইন। এবারের লিগ মৌসুম শেষ করেছেন ২৬ গোল দিয়ে। তার চেয়ে বেশি গোল এবারের মৌসুমে আর কেউ করতে পারেনি। গত মৌসুমেও জার্মান লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তারকা এ ইংলিশ ফরোয়ার্ড। তবে গতবার পেয়েছিলেন ৩৬ গোল। অসাধারণ পারফরম্যান্সে একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন কেইন। বুন্দেসলিগায় নিজের প্রথম দুই মৌসুমেই সর্বোচ্চ স্কোরার হওয়ার অনন্য এক কৃতিত্ব দেখিয়েছেন তারকা এ প্লেমেকার।

কোচ ভিনসেন্ট কোম্পানির ক্লাব মৌসুম শেষ করল ৩৪ ম্যাচে ২৫ জয় আর ৭ ড্রয়ে ৮২ পয়েন্টের সংগ্রহ নিয়ে। তবে শিরোপা ধরে রাখার মিশনে সফল হতে পারল না বায়ার লেভারকুসেন। দ্বিতীয় স্থানে থেকে নিজেদের এবারের অভিযাত্রা শেষ করেছে কোচ জাবি আলোনসোর গতবারের চ্যাম্পিয়ন ক্লাবটি। সব মিলিয়ে ৩৪ ম্যাচ খেলে ১৯ জয় আর ১২ ড্রয়ে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৯ পয়েন্ট।

অন্যদিকে শেষ দিকে দুর্দান্তভাবে খেলায় ফিরে জার্মান লিগ থেকে চতুর্থ দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করেছে বরুশিয়া ডর্টমুন্ড। ফ্রেইবুর্গের হারও কথা বলেছে তাদের পক্ষে। লিগের সবশেষ সাত ম্যাচের মধ্যে ছয়টি জিতে দশম থেকে চতুর্থ স্থানটা নিজের দখলে নিয়েছে ডর্টমুন্ড। ৩৪ ম্যাচ খেলে ১৭ জয় ও ৬ ড্রয়ে ক্লাবটির সংগ্রহ দাঁড়িয়েছে ৫৭ পয়েন্ট।

জার্মানির ঘরোয়া ফুটবলের শীর্ষ টুর্নামেন্ট থেকে দ্বিতীয় স্তরে অবনমন হয়েছে হোলস্টেইন কিয়েল ও বোচুমের। আর হেইডেনহেইম পাচ্ছে বুন্দেসলিগায় থেকে যাওয়ার শেষ সুযোগ। পয়েন্ট তালিকার ১৬তম স্থানে থেকে লিগ শেষ করে ক্লাবটি এখন খেলবে রেলিগেশন প্লে-অফে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত