সাফ অ্যাথলেটিকসে পদকহীন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২০: ১৪

ভারতের রাঁচিতে সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথম দিনে হতাশ করেছেন বাংলাদেশের অ্যাথলেটরা। কোনো পদক পায়নি বাংলাদেশ। বাংলাদেশের দ্রুততম মানবীর খেতাব হারানো শিরিন আক্তার ১০০ মিটার নারী স্প্রিন্টে হিটে দৌড়ই শেষ করতে পারেননি। কয়েক মিটার দৌড়ে ট্র্যাক থেকে উঠে যান এই অ্যাথলেট।

জাতীয় অ্যাথলেটিকসে হওয়া দ্রুততম মানবী সুমাইয়া রাঁচিতে প্রাথমিক পর্ব পেরিয়ে ফাইনালে উঠেন। কিন্তু ফাইনালে ১২.৩৫ সেকেন্ড দৌড়ে আটজনের মধ্যে ষষ্ঠ হয়েছেন এই নারী অ্যাথলেট। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতা ভারতের শিভাকিকের টাইমিং ১১.৭৮।

বিজ্ঞাপন

অন্যদিকে, ১০০ মিটার পুরুষ স্প্রিন্টে ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের সাবেক দ্রুততম মানব মো. ইসমাইল। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক স্প্রিন্টার মোহাম্মদ মোতালেব। দুজনই ১০.৮৪ সেকেন্ড টাইমিং করেছেন। সমান টাইমিং করলেও মোতালেব পঞ্চম আর ইসমাইল ষষ্ঠ হন। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতা ভারতের হারষ রাওত সময় নিয়েছেন ১০.৪২ সেকেন্ড। এছাড়া অন্য ইভেন্টেও ভালো করতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত