আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যে কারণে শাস্তি পেলেন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক

যে কারণে শাস্তি পেলেন বার্সা কোচ

দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই বার্সেলোনাকে তিনটি শিরোপা জেতান হান্সি ফ্লিক। তার অধীনে চ্যাম্পিয়নস লিগ জেতার দৌঁড়েও টিকে ছিল কাতালানরা। কিন্তু তাদের দৌঁড় থেমেছে শেষ চারে- ইন্টার মিলানের কাছে হেরে। ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার ম্যাচটিতে অসদাচরণের দায়ে শাস্তি পেয়েছেন বার্সার প্রধান কোচ।

সেমিফাইনালের প্রথম লেগে গত ১ মে অলিম্পিক স্টেডিয়ামে ইন্টারের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বার্সা। ফিরতি লেগে ৭ মে সান সিরোতে গিয়ে স্বাগতিকদের কাছে ৪-৩ গোলে হেরে যায় স্প্যানিশ লা লিগার প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

হেরে যাওয়া ম্যাচটিতে রেফারির সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেন ফ্লিক। সেই ঘটনায় ৩ মাসেরও বেশি সময় পর জার্মান কোচের ওপর শাস্তির খড়গ নেমে আসলো। চ্যাম্পিয়নস লিগের আসন্ন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না ফ্লিক। পাশাপাশি তাকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। বার্সার সহকারী কোচ মার্কাস জর্গকেও একই শাস্তি দিয়েছে উয়েফার ডিসিপ্লিনারি কমিটি।

পাশাপাশি সমর্থকদের খাময়েলির কারণে জরিমানা করা হয়েছে বার্সাকে। ম্যাচ চলাকালীন আতশবাজি পোড়ানোয় ২ হাজার ৫০০ ইউরো গুনতে হচ্ছে স্প্যানিশ ক্লাবটিকে। এছাড়া সমর্থকরা মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপ করায় আরো ৫ হাজার ২৫০ ইউরো জরিমানা করা হয়েছে বার্সাকে।

ভিন্ন ঘটনায় শাস্তি পেয়েছেন বাার্সার দুই তারকা ফুটবলার রবার্ট লেভানডভস্কি ও লামিনে ইয়ামাল। অ্যান্টি ডোপিং নিয়ম অগ্রাহ্য করায় তাদের দুজনকেই ৫ হাজার ইউরো জরিমানা করেছে কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...