বিকেএসপির মতবিনিময়
স্পোর্টস রিপোর্টার
জাতীয় ক্রীড়া পরিষদে গতকাল মঙ্গলবার বিকেএসপি-সংশ্লিষ্ট সব ক্রীড়া ফেডারেশন, বাহিনী ও ক্রীড়া সংস্থার ২১ ডিসিপ্লিনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা। এদিন বিকেএসপি থেকে আগের মতো তারকা খেলোয়াড় বের হয়ে না আসার পেছনের কারণ ব্যাখ্যা করেন মনিরুল।
তিনি বলেন, ‘যদি আমি বিকেএসপির প্লেয়ার সিলেকশন সময়, সেটি যদি ডিসেম্বর মাসে হয়, আমি আপনার রিকোয়েস্ট শুনে, আরেকজনের অনুরোধ, কেউ আমার আত্মীয়, কেউ আমার বাড়ির পেছনেরÑতাদের নিয়ে যদি আমি ফরটি পারসেন্ট সিলেকশনটা অনুরোধের আসর নিয়ে আসি, তাহলে ছয়-সাত বছর আমি আমার কোচদের হ্যামারিং করেও ওই প্লেয়ারদের জাতীয় পর্যায়ে আনতে পারব না। খ্যাপ খেলা ভাড়াটে খেলোয়াড় তৈরি করতে পারব, কিন্তু জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের প্লেয়ার নয়।’
মনিরুল জানান, এবার যোগ্যদের নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, ‘গত ডিসেম্বরে একজন প্লেয়ারও রিকোয়েস্টের আওতায় ছিল না। কোনো সুযোগ ছিল না। যে যোগ্যতাসম্পন্ন, তাকেই নেওয়া হয়েছে।’
দেশের বিভিন্ন ডিসিপ্লিনে বিকেএসপির খেলোয়াড়দের আধিক্য। হকি, বাস্কেট বলসহ কিছু ডিসিপ্লিন কার্যত বিকেএসপিনির্ভর। তা ছাড়া ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, অ্যাথলেটিকস, সাঁতার, আর্চারি ও শুটিংসহ সম্পৃক্ত ডিসিপ্লিনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বিকেএসপির কর্মকর্তারা।
অলিম্পিক শুটিং ও আর্চারি ঘিরে প্রত্যাশা বাড়ছে। বিকেএসপির মহাপরিচালক বলেন, ‘একযুগ পর যদি স্বর্ণ জিততে চাই, তাহলে কীভাবে আমাদের ট্রেনিং দিতে হবে, এসব কোচদের নিয়ে আমরা একসঙ্গে বসে স্বপ্ন দেখা শুরু করেছি। কিন্তু আপনারা আমাদের সাহায্য করেন।’
সভায় কী আলোচনা হয়েছে-এ প্রসঙ্গে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ফেডারেশনগুলোর যে অনুভূতি বিকেএসপি থেকে সহযোগিতা পাওয়ার ব্যাপারে, কিছু কিছু সময় তারা সেটা হয়তো সেভাবে পায়নি। কিছু কিছু সময় ফেডারেশনগুলো থেকেও আগ্রহ দেখানো হয়নি। এ বিষয়গুলো উঠে এসেছে।’
জাতীয় ক্রীড়া পরিষদে গতকাল মঙ্গলবার বিকেএসপি-সংশ্লিষ্ট সব ক্রীড়া ফেডারেশন, বাহিনী ও ক্রীড়া সংস্থার ২১ ডিসিপ্লিনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা। এদিন বিকেএসপি থেকে আগের মতো তারকা খেলোয়াড় বের হয়ে না আসার পেছনের কারণ ব্যাখ্যা করেন মনিরুল।
তিনি বলেন, ‘যদি আমি বিকেএসপির প্লেয়ার সিলেকশন সময়, সেটি যদি ডিসেম্বর মাসে হয়, আমি আপনার রিকোয়েস্ট শুনে, আরেকজনের অনুরোধ, কেউ আমার আত্মীয়, কেউ আমার বাড়ির পেছনেরÑতাদের নিয়ে যদি আমি ফরটি পারসেন্ট সিলেকশনটা অনুরোধের আসর নিয়ে আসি, তাহলে ছয়-সাত বছর আমি আমার কোচদের হ্যামারিং করেও ওই প্লেয়ারদের জাতীয় পর্যায়ে আনতে পারব না। খ্যাপ খেলা ভাড়াটে খেলোয়াড় তৈরি করতে পারব, কিন্তু জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের প্লেয়ার নয়।’
মনিরুল জানান, এবার যোগ্যদের নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, ‘গত ডিসেম্বরে একজন প্লেয়ারও রিকোয়েস্টের আওতায় ছিল না। কোনো সুযোগ ছিল না। যে যোগ্যতাসম্পন্ন, তাকেই নেওয়া হয়েছে।’
দেশের বিভিন্ন ডিসিপ্লিনে বিকেএসপির খেলোয়াড়দের আধিক্য। হকি, বাস্কেট বলসহ কিছু ডিসিপ্লিন কার্যত বিকেএসপিনির্ভর। তা ছাড়া ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, অ্যাথলেটিকস, সাঁতার, আর্চারি ও শুটিংসহ সম্পৃক্ত ডিসিপ্লিনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বিকেএসপির কর্মকর্তারা।
অলিম্পিক শুটিং ও আর্চারি ঘিরে প্রত্যাশা বাড়ছে। বিকেএসপির মহাপরিচালক বলেন, ‘একযুগ পর যদি স্বর্ণ জিততে চাই, তাহলে কীভাবে আমাদের ট্রেনিং দিতে হবে, এসব কোচদের নিয়ে আমরা একসঙ্গে বসে স্বপ্ন দেখা শুরু করেছি। কিন্তু আপনারা আমাদের সাহায্য করেন।’
সভায় কী আলোচনা হয়েছে-এ প্রসঙ্গে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ফেডারেশনগুলোর যে অনুভূতি বিকেএসপি থেকে সহযোগিতা পাওয়ার ব্যাপারে, কিছু কিছু সময় তারা সেটা হয়তো সেভাবে পায়নি। কিছু কিছু সময় ফেডারেশনগুলো থেকেও আগ্রহ দেখানো হয়নি। এ বিষয়গুলো উঠে এসেছে।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে