শতবর্ষ পুরোনো রীতিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২১: ০০

টেস্ট ক্রিকেটে লাঞ্চের পর চা খাওয়া হয়। এই রীতি চলে আসছে শত বছরেরও বেশি সময় ধরে। তবে এবার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। নভেম্বরে শুরু হতে যাওয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চা খাওয়ার পর লাঞ্চ হবে। মূলত স্থানীয় সময়ের পার্থক্যের কারণেই এই ব্যবস্থা।

আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হচ্ছে বর্ষাপাড়া স্টেডিয়ামের। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের গুয়াহাটিতে নভেম্বরের শেষার্ধে সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যে সময় কম থাকে। যে কারণে দিনের সঙ্গে তাল মেলাতে আগেভাগে শুরু ও শেষ করতে হবে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সকাল ৯টায় প্রথম সেশন শুরু হয়ে ১১টায় শেষ হবে। এরপর দেওয়া হবে ২০ মিনিটের বিরতি। দ্বিতীয় সেশন শুরু হবে বেলা ১১টা ২০ মিনিটে, শেষ হবে দুপুর ১টা ২০ মিনিটে। এরপর দুপুর ২টা পর্যন্ত লাঞ্চ বিরতি। দুপুর ২টায় তৃতীয় সেশন শুরু হয়ে দিনের খেলা শেষ হবে বিকাল ৪টায়।

ভারত-দক্ষিণ আফ্রিকার দুই টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর কলকাতা টেস্ট দিয়ে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত