ফাইনালে রোনালদোর স্বপ্ন ভাঙল আল আহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০২: ০৬
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০২: ১০

শিরোপা জয়ের হাতছানি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে। কিন্তু দুর্ভাগ্য! সুযোগটা কাজে লাগাতে পারেনি এ পর্তুগিজ ফুটবল মহাতারকা। সৌদি সুপার কাপের ফাইনালে স্বপ্নটাই ভেঙে চুরমার হয়েছে। শনিবার আল আহলির কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে ধরাশায়ী হয়েছে আল নাসর। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ২-২ গোলে অমীমাংসিত। ম্যাচে আল নাসরের হয়ে রোনালদো পেয়েছিলেন শততম গোলের দেখা। তারপরও মেজর টুর্নামেন্টের শিরোপা খরা কাটাতে পারলেন না রোনালদোর।


আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কোনো শিরোপাই জিততে পারেননি সিআর সেভেন।
আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের আয়োজক ফিফা কর্তৃক স্বীকৃতি না পায়নি। আর এ আসরে আমন্ত্রিত দল খেলায় এটি শীর্ষ সারির টুর্নামেন্ট মধ্যে পড়ে না।



সৌদি সুপার কাপে খেলে চার দল - প্রো লিগ ও কিংস কাপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুদল। ২০২৪-২৫ মৌসুমে আল ইত্তিহাদ প্রো লিগ ও কিংস কাপ দুটোই জিতেছিল। আর আল হিলাল নাম প্রত্যাহার করে নেয়। প্রো লিগের তৃতীয় দল হিসেবে সুপার কাপের টিকিট কাটে আল নাসর। আল আহলি খেলে প্রো লিগে পঞ্চম হয়েও।

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত