স্পোর্টস রিপোর্টার
প্রথমবারের মতো সদস্য ও সদস্য সন্তানদের জন্য দাবা প্রশিক্ষণের আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এই প্রশিক্ষণ কার্যক্রমের সহযোগিতায় আছে বাংলাদেশ দাবা ফেডারেশন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় গত (১৮ এপ্রিল) শুক্রবার সকালে ডিআরইউ’র কার্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপমহাদেশের প্রথম গ্রান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ।
দাবা প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করায় কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান নিয়াজ মোর্শেদ। সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝেও এ ধরণের আয়োজন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বিশেষ করে লেখাপড়ার পাশাপাশি দাবা প্রশিক্ষণের বিষয়ে তিনি সদস্য সন্তানদের উৎসাহ প্রদান করেন। ভবিষ্যতেও ডিআরইউকে এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, ‘ডিআরইউ প্রতিবছরই ক্রীড়া উৎসবের আয়োজন করে থাকে। কিন্তু বর্তমান কার্যনির্বাহী কমিটি এবছর ভিন্ন আঙ্গিকে ক্রীড়া উৎসব আয়োজন করবে। তিনি বলেন, সদস্য সন্তানরা সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্নভাবে আসক্ত হয়ে পরছে। সন্তানদের সুষ্ঠু মানষিকতার বিকাশে এবার প্রথমবারের মতো এই দাবা প্রশিক্ষণের আয়োজন করেছে।’
প্রশিক্ষণে ১২ জন সদস্য ও ৩৭ জন সদস্য সন্তান অংশ নিয়েছেন। প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিআরইউ'র কার্যালয় (৪র্থ তলায়) এক মাসব্যাপী এই দাবা প্রশিক্ষণ কার্যক্রম চলবে । প্রশিক্ষক হিসেবে আছেন মোঃ শরীফ হোসেন ফিদে মাষ্টার।
প্রথমবারের মতো সদস্য ও সদস্য সন্তানদের জন্য দাবা প্রশিক্ষণের আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এই প্রশিক্ষণ কার্যক্রমের সহযোগিতায় আছে বাংলাদেশ দাবা ফেডারেশন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় গত (১৮ এপ্রিল) শুক্রবার সকালে ডিআরইউ’র কার্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপমহাদেশের প্রথম গ্রান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ।
দাবা প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করায় কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান নিয়াজ মোর্শেদ। সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝেও এ ধরণের আয়োজন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বিশেষ করে লেখাপড়ার পাশাপাশি দাবা প্রশিক্ষণের বিষয়ে তিনি সদস্য সন্তানদের উৎসাহ প্রদান করেন। ভবিষ্যতেও ডিআরইউকে এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, ‘ডিআরইউ প্রতিবছরই ক্রীড়া উৎসবের আয়োজন করে থাকে। কিন্তু বর্তমান কার্যনির্বাহী কমিটি এবছর ভিন্ন আঙ্গিকে ক্রীড়া উৎসব আয়োজন করবে। তিনি বলেন, সদস্য সন্তানরা সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্নভাবে আসক্ত হয়ে পরছে। সন্তানদের সুষ্ঠু মানষিকতার বিকাশে এবার প্রথমবারের মতো এই দাবা প্রশিক্ষণের আয়োজন করেছে।’
প্রশিক্ষণে ১২ জন সদস্য ও ৩৭ জন সদস্য সন্তান অংশ নিয়েছেন। প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিআরইউ'র কার্যালয় (৪র্থ তলায়) এক মাসব্যাপী এই দাবা প্রশিক্ষণ কার্যক্রম চলবে । প্রশিক্ষক হিসেবে আছেন মোঃ শরীফ হোসেন ফিদে মাষ্টার।
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
২৬ মিনিট আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
১ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে