ক্যারিয়ারে সব সময় যে সুখবরই আসবে এমন নয়। খারাপ খবরও মাঝে মধ্যে হজম করতে হয় তারকা ক্রীড়াবিদদের। তেমন অনাকাঙ্ক্ষিত খবরই পেয়েছেন নোভাক জোকোভিচ। টেনিসের এ সার্বিয়ান সুপারস্টার জরিমানা গুনেছেন ১৫ হাজার ইউরো।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ লাখ ২০ হাজার টাকা। খবরটা এসেছে ইউএস ওপেনের ঠিক আগে। শাস্তিটা অবশ্য খেলার জন্য পাননি সাবেক এ নাম্বার ওয়ান।
টেনিসের বাইরে ভিন্ন এক কারণে জরিমানা হয়েছে ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এ মেগাস্টারের। দক্ষিণ স্পেনের মার্বেল্লায় বেআইনি স্থাপনা নির্মাণের জন্য জোকোভিচকে জরিমানা করেছে সেখানকার মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ। জোকোভিচ সব নথি দেখাতে পারেননি। এজন্যই তাকে জরিমানা করা হয়েছে।

