কেইনের অন্যরকম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৩: ১৭
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৩: ২৭

টটেনহাম হটস্পার ছেড়ে ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে পাড়ি জমান হ্যারি কেইন। দেখতে দেখতেই জার্মানির শীর্ষ ক্লাবটির হয়ে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন এই স্ট্রাইকার।

বুন্দেসলিগায় শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে অগসবার্গকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন। ক্লাবটির হয়ে এটা ছিল কেইনের শততম ম্যাচ। দল পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল কেইনের জন্য।

বিজ্ঞাপন

বায়ার্নের হয়ে এখন পর্যন্ত বুন্দেসলিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেইন- ৬৪ ম্যাচ। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগে। ব্যক্তিগত পারফরম্যান্সে মাইলফলকের ম্যাচটি রাঙাতে পারেননি কেইন। দল জিতলেও গোল করতে পারেননি এই ইংলিশ ফুটবলার।

প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচের ২৮তম মিনিটে সার্জি জিন্যাব্রির গোলে লিড নেয় বায়ার্ন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান কিছুদিন আগে লিভারপুল ছেড়ে আসা কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াস।

বিরতি থেকে ফেরার ৩ মিনিটের মাথায় বায়ার্নের হয়ে শেষ গোলটি করেন মাইকেল ওলিস। ৫৩ মিনিটে অগসবার্গের হয়ে ব্যবধান কমান জ্যাকিচ। ৭৬ মিনিটে মের্ট কোমুরের গোলে স্কোরলাইন ৩-২ করে স্বাগতিকরা। বাকি সময়ে আর কোনো গোল করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত