স্পোর্টস ডেস্ক
ইউরোপিয়ান ফুটবলে গত মৌসুম পর্যন্ত কামব্যাকের রাজা মানা হতো রিয়াল মাদ্রিদকে। শুধু বলার জন্যই বলা নয়, বিষয়টি মাঠেও প্রমাণ করে দেখিয়েছে লস ব্লাঙ্কোসরা। শুরুতে গোল হজম করেও লিখেছে স্মরণীয় সব জয়ের গল্প। আপাতত সেটাকে অতীতই বলতে হচ্ছে। কারণ, চলমান মৌসুমে রিয়ালের সে শক্তিটা ভর করেছে বার্সেলোনার ওপর। প্রথমে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে জেতাটাকে যেন রীতিমতো অভ্যাসে পরিণত করেছে কাতালানরা। ৩ মে দিবাগত রাতেও সেটার পুনরাবৃত্তি করে দেখিয়েছে তারা। স্প্যানিশ লা লিগায় এদিন ভায়াদোলিদের কাছে শুরুতে গোল হজম করে ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে ছিল। যদিও শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ২-১ গোলের জয় নিয়ে।
লা লিগার শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে আছে বার্সা। লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভায়াদোলিদের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। এমন সমীকরণে জোসে জোরিল্লাতে ম্যাচের ষষ্ঠ মিনিটে ধাক্কা খায় সফরকারীরা। ইভান সানচেজের শট রোনালদ আরাহোর পায়ে লেগে বাউন্স হয়ে জালে জড়ায়। এই গোলের ওপর দাঁড়িয়ে ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ভায়াদোলিদ।
পরের মিনিটে সমতা টানে সফরকারী দল। স্বাগতিকদের এক খেলোয়াড় বিপদমুক্ত করতে গেলে বল পেয়ে যান রাফিনহা। এরপর বুক দিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে সোজা জালে পাঠান চলমান মৌসুমে ফর্মের তুঙ্গে থাকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ছয় মিনিটের মাথায় গত আসরের রানার্সআপদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ফেরমিন লোপেজ। মার্তিনের ক্রসে ডি বক্স থেকে তার নেওয়া শট দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়। বেশকিছু চেষ্টা চালিয়েও আর ম্যাচে ফিরতে পারেনি ভায়াদোলিদ।
এবারের মৌসুমে ট্রেবল জয় হাতছানি দিচ্ছে বার্সাকে। ইতোমধ্যে কোপা দেল রে’র শিরোপা জিতেছে তারা। লা লিগা জয়ের সম্ভাবনাও প্রবল। অন্যদিকে শেষ চারের দ্বিতীয় লেগে ইন্টার মিলানকে হারাতে পারলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখবে বার্সা। মূল দলের মতো জায়ান্টদের যুব ও নারী দলও দুর্দান্ত সময় পার করছে চলমান মৌসুমে।
ইউরোপিয়ান ফুটবলে গত মৌসুম পর্যন্ত কামব্যাকের রাজা মানা হতো রিয়াল মাদ্রিদকে। শুধু বলার জন্যই বলা নয়, বিষয়টি মাঠেও প্রমাণ করে দেখিয়েছে লস ব্লাঙ্কোসরা। শুরুতে গোল হজম করেও লিখেছে স্মরণীয় সব জয়ের গল্প। আপাতত সেটাকে অতীতই বলতে হচ্ছে। কারণ, চলমান মৌসুমে রিয়ালের সে শক্তিটা ভর করেছে বার্সেলোনার ওপর। প্রথমে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে জেতাটাকে যেন রীতিমতো অভ্যাসে পরিণত করেছে কাতালানরা। ৩ মে দিবাগত রাতেও সেটার পুনরাবৃত্তি করে দেখিয়েছে তারা। স্প্যানিশ লা লিগায় এদিন ভায়াদোলিদের কাছে শুরুতে গোল হজম করে ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে ছিল। যদিও শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ২-১ গোলের জয় নিয়ে।
লা লিগার শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে আছে বার্সা। লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভায়াদোলিদের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। এমন সমীকরণে জোসে জোরিল্লাতে ম্যাচের ষষ্ঠ মিনিটে ধাক্কা খায় সফরকারীরা। ইভান সানচেজের শট রোনালদ আরাহোর পায়ে লেগে বাউন্স হয়ে জালে জড়ায়। এই গোলের ওপর দাঁড়িয়ে ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ভায়াদোলিদ।
পরের মিনিটে সমতা টানে সফরকারী দল। স্বাগতিকদের এক খেলোয়াড় বিপদমুক্ত করতে গেলে বল পেয়ে যান রাফিনহা। এরপর বুক দিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে সোজা জালে পাঠান চলমান মৌসুমে ফর্মের তুঙ্গে থাকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ছয় মিনিটের মাথায় গত আসরের রানার্সআপদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ফেরমিন লোপেজ। মার্তিনের ক্রসে ডি বক্স থেকে তার নেওয়া শট দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়। বেশকিছু চেষ্টা চালিয়েও আর ম্যাচে ফিরতে পারেনি ভায়াদোলিদ।
এবারের মৌসুমে ট্রেবল জয় হাতছানি দিচ্ছে বার্সাকে। ইতোমধ্যে কোপা দেল রে’র শিরোপা জিতেছে তারা। লা লিগা জয়ের সম্ভাবনাও প্রবল। অন্যদিকে শেষ চারের দ্বিতীয় লেগে ইন্টার মিলানকে হারাতে পারলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখবে বার্সা। মূল দলের মতো জায়ান্টদের যুব ও নারী দলও দুর্দান্ত সময় পার করছে চলমান মৌসুমে।
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
৩ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
৩৫ মিনিট আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১১ ঘণ্টা আগে