ফরাসি ওপেন

সেমিফাইনালে থামল জোকোভিচের পথচলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১২: ৩৩

নিজের নামের পাশে ২৪টি গ্র্যান্ড স্লাম নিয়ে ফরাসি ওপেনে এসেছিলেন নোভাক জোকোভিচ। তার লক্ষ্য ছিল ২৫তম শিরোপা উঁচিয়ে ধরা। সে লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ চারে থামল তার স্বপ্ন যাত্রা। ইয়ানিক সিনারের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে জোকোভিচের।

চতুর্থ রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন জোকোভিচ। কিন্তু সেমিফাইনালে ইতালিয়ান তরুণ সিনারের কাছে সরাসরি সেটে হেরেছেন সার্বিয়ান টেনিস তারকা। ৬-৪, ৭-৫, ৭-৬ সেটে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছেন সিনার।

বিজ্ঞাপন

২০২১ সালের পর প্রথমবারের মতো ক্লে কোর্টে মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ ও সিনার। আপাত দৃষ্টিতে ম্যাচের ফল একপেশে মনে হলেও দুই তারকার মধ্যে লড়াই হয়েছে দারুণ। নিজেদের কৌশল ও অভিজ্ঞতা দিয়ে উভয় খেলোয়াড়ই একে অপরকে চ্যালেঞ্জ জানিয়েছেন। মন্ত্রমুগ্ধ হয়ে সেই লড়াই দেখেছেন উপস্থিত দর্শকরা। তবে প্রতি সেটের শেষদিকে এসে বয়সের ছাপ দেখা যায় জোকোভিচের খেলায়। মূলত সেটাই গড়ে দিয়েছে ব্যবধান। তৃতীয় সেটে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নেন সিনার। ফাইনালে এক নম্বর টেনিস তারকার প্রতিদ্বন্দ্বী র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা কার্লোস আলকারাজ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত