ফিফা প্রীতি ম্যাচ

থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হারল নারী দল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১৮: ১৪

ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ নারী দল। শুক্রবার ব্যাংককের মাঠে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল দুদল। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় থাইল্যান্ডের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে তারা। আগামী ২৭ অক্টোবর দ্বিতীয় প্রীতি ম্যাচে আবার পরস্পরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ও থাইল্যান্ড নারী দল।

বিজ্ঞাপন

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপ সামনে রেখে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করার চেষ্টা করছে বাংলাদেশ নারী দল। ফিফা র‌্যাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতির অংশ হিসেবেই প্রীতি ম্যাচ খেলছে তারা। তবে এই প্রীতি ম্যাচে শক্তির পার্থক্য বুঝিয়ে দিল থাইল্যান্ড।

ফিফা নারী বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা, সাবেক এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও আসিয়ানের দুইবারের শিরোপা জয়ী থাইল্যান্ড সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে। সেটি মাঠের লড়াইয়েও পরিস্কার হয়েছে। তবে লড়াইয়ের চেষ্টা করেছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু শক্তিশালী থাইল্যান্ডকে আটকাতে পারেননি ঋতুপর্নারা। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কোচ পিটার বাটলারের দলকে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত