ফিক্সিং নিয়ে আদালতে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ২১: ০০

ম্যাচ ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করতে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবৈধ বুকমেকার ও দুর্নীতিগ্রস্ত খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এই আবেদন করা হয়েছে।

ভারতের সুপ্রিম কোর্টকে বিসিসিআই বলেছে, ‘ম্যাচ ফিক্সিং একটি অপরাধমূলক কর্মকাণ্ড’। ক্রিকেট খেলার স্বার্থ রক্ষা করতেই বিসিসিআই এ উদ্যোগ নিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপি জানায়, বিসিসিআই সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া আবেদনে বলেছে, 'ম্যাচ ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা না করলে খেলাটির সততা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ন্যায্য প্রতিযোগিতার ভিত্তি ভেঙে পড়বে।'

গত ১৪ অক্টোবর আদালতের রেজিস্ট্রারের কাছে দাখিল করা নথিতে বিসিসিআই স্পষ্ট করে জানায়, ক্রিকেটে দুর্নীতির বিস্তার প্রতিরোধ এখন জাতীয় স্বার্থের বিষয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত