অবৈধ জুয়াবিরোধী অভিযানে বাস্কেটবল তারকা গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ২১: ৪০

যুক্তরাষ্ট্রে অবৈধ বেটিং এবং মাফিয়া পরিচালিত পোকার জালিয়াত চক্রের অভিযান চালিয়ে বাস্কেটবল খেলোয়াড় ও কোচসহ আরু অনেককে গ্রেপ্তার করা হয়েছে এফবিআই। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মায়ামি হিট দলের খেলোয়াড় টেরি রোজিয়ার এবং পোর্টল্যান্ড ট্রেইল ব্লেজার্সের প্রধান কোচ চনসি বিলাপস।

জানা গেছে, বাজির জন্য ছয়জন, পোকার খেলায় ৩১ জন গ্রেপ্তার হয়েছেন। এই চক্র জালিয়াতির মাধ্যমে লাখ লাখ ডলার হাতিয়ে নিতো। প্রসিকিউটররা বলছেন, নিউ ইয়র্কের পাঁচটি বড় অপরাধচক্রের মধ্যে চারটির সংশ্লিষ্টতা রয়েছে এই চক্রের সঙ্গে।

বিজ্ঞাপন

এনবিএ এক বিবৃতিতে বলেছে, তারা অভিযোগগুলো পর্যালোচনা করে দেখছে এবং রোজিয়ার ও বিলাপসকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। রোজিয়ারকে বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আদালতে হাজির করা হয়। ছয় মিলিয়ন ডলারের বাড়ি জামানত রেখে তিনি জামিন পান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত