চ্যাম্পিয়নস ট্রফি জয়

কত টাকা বোনাস পেল ভারত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৫: ৪০
আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৬: ০৯

পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। এই সাফল্যে তাদের জন্য ৫৮ কোটি রুপি বোনাস ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮১ কোটি ৬৯ লাখ টাকা।

চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারায় রোহিত শর্মার দল। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে পা রাখে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ভারত।

বিজ্ঞাপন

এর আগে চ্যাম্পিয়নস ট্রফির ২০১৭ সালের আসরের ফাইনালে পাাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। যদিও এবার আর হতাশ হতে হয়নি তাদের। প্রতিযোগিতায় এটা ভারতের তৃতীয় শিরোপা।

এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই লিখেছে, ‘বিসিসিআই ঘোষণা করতে পেরে আনন্দিত যে, চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ভারতীয় ক্রিকেট দলকে ৫৮ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। এই অর্থ ভারতীয় দলের ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের জন্য দেওয়া হয়েছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত