শর্টের ব্যাটিং ঝড়

অপ্রতিরোধ্য সান ফ্রান্সিসকো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৫: ৩৯
আপডেট : ২৪ জুন ২০২৫, ১৫: ৪২

মেজর লিগ ক্রিকেটের চলমান আসরে রীতিমতো উড়ছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। সবশেষ ম্যাচে এমআই নিউইয়র্ককে ৪৭ রানে হারিয়েছে তারা। ফ্রাঞ্চাইজিটির পঞ্চম জয়ের দিনে ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন ম্যাথু শর্ট।

গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৪৬ রান তোলে সান ফ্রান্সিসকো। তাতেই জয়ের ভীত পায় তারা। দলটিকে বড় পুঁজি এনে দেওয়ার পথে ৯১ রানের ইনিংস খেলেন শর্ট। তার ৪৩ বলের ইনিংসটিতে নয়টি চারের পাশাপাশি ছয়ের মার ছিল পাঁচটি।

বিজ্ঞাপন

২৬ বলে এক চার ও সাত ছয়ের সাহায্যে ৬৪ রান করেন জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক। ৯ বলে ৩১ রান করেন হাসান খান। ১৬ বল মোকাবেলা করা সঞ্জয় কৃষ্ণমূর্তি এনে দেন ২৭ রান। এছাড়া টিম সেইফার্টের অবদান ২৬ রান। নিউইয়র্কের হয়ে ৩১ রানে ২ উইকেট নেন কাইরন পোলার্ড।

লক্ষ্য তাড়ায় কুইন্টন ডি কক ও মোনাঙ্ক প্যাটেলের ফিফটির পরও ১৯৯ রানের বেশি করতে পারেনি নিউইয়র্ক। ৪৬ বলে ৭০ রান করেন ডি কক। প্যাটেলের অবদান ৬০ রান। ৩৩ বল খেলেন তিনি। ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন পোলার্ড। সান ফ্রান্সিসকোর হয়ে জাভিয়ের বার্টলেট ও রোমারিও শেফার্ড দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

সান ফ্রান্সিসকো ইউনিকর্নস: ২৪৬/৪ (২০ ওভার); শর্ট ৯১, ফ্রেশার ম্যাকগার্ক ৬৪; পোলার্ড ২/৩২

এমআই নিউইয়র্ক: ১৯৯/৬ (২০ ওভার); ডি কক ৭০, প্যাটেল ৬০; শেফার্ড ২/৩০

ফল: সান ফ্রান্সিসকো ৪৭ রানে জয়ী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত