এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বুলবুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৪৮
আমিনুল ইসলাম বুলবুল

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। দুই বছরের জন্য এই ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি।

বিজ্ঞাপন



গত এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন বুলবুল। বিসিবি প্রধানের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আগে কাজ করেন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে।


চলতি বছরের মে থেকে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক বুলবুল।



এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছেন আমিনুল। দেশের জার্সি গায়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে ক্যারিয়ার গড়েন ক্রিকেট কোচিংয়ে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত