এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রস্তুতি

ঢাকায় পৌঁছেই অনুশীলনে হামজা চৌধুরী

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২০: ০৭
অনুশীলনে হামজা চৌধুরী

হংকং, চায়নার বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে আজ ইংল্যান্ড থেকে উড়ে এসেছেন দেওয়ান হামজা চৌধুরী। সকালে ঢাকায় এসে পৌঁছানোর পর কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে অনুশীলনে নেমে পড়েন এই প্রবাসী ফুটবলার। সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে হামজা যোগ দেওয়া উজ্জীবিত হয় বাংলাদেশ ফুটবল দল।

বিজ্ঞাপন

হামজাকে ঘিরেই বাংলাদেশের ফুটবল নতুন করে জেগে উঠেছে। আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকং, চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ খেলতে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছান হামজা। বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানান বাফুফে কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দর থেকে টিম হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নেওয়ার পর অনুশীলনে নেমে পড়েন হামজা। এবার বাংলাদেশের জার্সিতে চতুর্থ ম্যাচ খেলবেন এই মিডফিল্ডার।

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের ফুটবলে যাত্রা শুরু হয় তার। এবার ঢাকায় এসেই ভালো কিছুর প্রত্যাশা ব্যক্ত করেছেন হামজা। এক ভিডিওবার্তায় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি নিরাপদে অবতরণ করেছি। ইনশাআল্লাহ, আমরা সফল হব। ৯ তারিখ আমরা হংকং, চায়নার মুখোমুখি হব। ইনশাআল্লাহ, আপনারা সবাই আমাদের সাপোর্ট দেবেন।’

অন্যদিকে, কানাডা প্রবাসী শমিত সোম আগামীকাল রাতে ঢাকায় এসে পৌঁছানোর কথা। হংকং, চায়না ম্যাচে খেলার আগে অনুশীলনে একটি সেশন করার সুযোগ পাবেন শমিত। ঢাকার মাঠে খেলার পর ১৪ অক্টোবর হংকং, চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ রয়েছে বাংলাদেশের। এশিয়ান বাছাই পর্বে ‘সি’ গ্রুপে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট অর্জন করে তারা। ৪ পয়েন্ট করে অর্জন সিঙ্গাপুর ও হংকং, চায়নার। আর ভারতের অর্জন এক পয়েন্ট। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলেছে। বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত