ইংল্যান্ড সফরে রোহিত বিশ্রামে, ভারত পাচ্ছে নতুন টেস্ট অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ২১: ২০
রোহিত শর্মা

টেস্টে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মোটেই। হাতের ব্যাট যেন কিছুতেই কথা শুনছে না রোহিত শর্মার। রোহিত অস্ট্রেলিয়া সফরে তিন টেস্ট খেলে রান পেয়েছেন মাত্র ৩১। আর সিডনিতে সিরিজের শেষ টেস্টে তো মাঠেই নামেননি। রান খরা না কাটায় এবার লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম নিতে যাচ্ছেন ভারতের এ নিয়মিত অধিনায়ক। এজন্য আসন্ন ইংল্যান্ড সফর থেকে নিজের নাম প্রত্যাহার করতে পারেন। এমন খবরই দিয়েছে ইন্ডিয়া টুডে।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, রোহিত এরই মধ্যে ইংল্যান্ড সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এই সুযোগে দলে নিজের জায়গা ধরে রাখতে পারেন বিরাট কোহলি। তবে দলে রোহিত না থাকলে নতুন অধিনায়ক নিয়ে ইংল্যান্ড সফরে যেতে পারে ভারত। আবার উল্টো খবরও ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতে। পিটিআই-ও বলছে ভিন্ন কথা, ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দেবেন অন্য কেউ নন, রোহিতই।

ভারতের ৪৫ দিনের ইংল্যান্ড সফর শুরু হচ্ছে ২০ জুন- হেডেলিং টেস্ট দিয়ে। ২০০৭ সালের পর এই প্রথম ব্রিটেনের মাটিতে অ্যাওয়ে টেস্ট সিরিজ জয়ের মিশনে নামবে মেন ইন ব্লু শিবির।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত