স্পোর্টস ডেস্ক
টানা দুই জয়ে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে তাই অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল তাদের সামনে। এই সমীকরণ মেলাতে পারেনি প্রোটিয়ারা। তাদের ২৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মিচেল মার্শের দল।
ওয়ানডেতে রানের হিসেবে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জয়। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সবচেয় বড় জয়টা নেদারল্যান্ডসের বিপক্ষে। ২০২৩ সালের অক্টোবরে দিল্লিতে ডাচদের বিপক্ষে ৩০৯ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
কুইন্সল্যান্ডের ম্যাকাইতে এদিন ব্যাটাররাই অস্ট্রেলিয়ার জয়ের ভীত গড়ে দেয়। আগে ব্যাট করে ২ উইকেটে ৪৩১ রান তোলে স্বাগতিকরা। ওয়ানডেতে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে কুপার কনোলির বোলিং তোপে পড়ে ২৪.৫ বলে ১৫৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
তাদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন দেওয়াল্ড ব্রেভিস। ৩৩ রান আসে টনি ডি জর্জির ব্যাট থেকে। টেম্বা বাভুমা এনে দেন ১৯ রান। সফরকারীদের গুটিয়ে দেওয়ার পথে ২২ রানে ৫ উইকেট নেন কনোলি। এছাড়া জাভিয়ের বার্টলেট ও শট অ্যাবট নেন দুটি করে উইকেট।
এর আগে ৩ সেঞ্চুরি ও এক ফিফটিতে এই পুঁজি পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে মার্শকে নিয়ে ২৫০ রান তোলেন ট্রাভিস হেড। এই ওপেনার ১৪২ রানে আউট হন। ১০৩ বলে ১৭ চারের পাশাপাশি পাঁচটি ছয় মারেন হেড। ১০০ রান করে বিদায় নেন অধিনায়ক। ১১৮ রানে অপরাজিত থাকেন ক্যামেরুন গ্রিন। এছাড়া অ্যালেক্স ক্যারি অপরাজিত থাকেন ৫০ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৩১/২- ৫০ ওভার (হেড ১৪২, গ্রিন ১১৮*, মার্শ ১০০, ক্যারি ৫০*; মহারাজ ১/৫৭)
দক্ষিণ আফ্রিকা: ১৫৫/১০- ২৪.৫ ওভার (ব্রেভিস ৪৯, ডি জর্জি ৩৩, বাভুমা ১৯; কনোলি ৫/২২)
ফল: অস্ট্রেলিয়া ২৭৬ রানে জয়ী
টানা দুই জয়ে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে তাই অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল তাদের সামনে। এই সমীকরণ মেলাতে পারেনি প্রোটিয়ারা। তাদের ২৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মিচেল মার্শের দল।
ওয়ানডেতে রানের হিসেবে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জয়। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সবচেয় বড় জয়টা নেদারল্যান্ডসের বিপক্ষে। ২০২৩ সালের অক্টোবরে দিল্লিতে ডাচদের বিপক্ষে ৩০৯ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
কুইন্সল্যান্ডের ম্যাকাইতে এদিন ব্যাটাররাই অস্ট্রেলিয়ার জয়ের ভীত গড়ে দেয়। আগে ব্যাট করে ২ উইকেটে ৪৩১ রান তোলে স্বাগতিকরা। ওয়ানডেতে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে কুপার কনোলির বোলিং তোপে পড়ে ২৪.৫ বলে ১৫৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
তাদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন দেওয়াল্ড ব্রেভিস। ৩৩ রান আসে টনি ডি জর্জির ব্যাট থেকে। টেম্বা বাভুমা এনে দেন ১৯ রান। সফরকারীদের গুটিয়ে দেওয়ার পথে ২২ রানে ৫ উইকেট নেন কনোলি। এছাড়া জাভিয়ের বার্টলেট ও শট অ্যাবট নেন দুটি করে উইকেট।
এর আগে ৩ সেঞ্চুরি ও এক ফিফটিতে এই পুঁজি পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে মার্শকে নিয়ে ২৫০ রান তোলেন ট্রাভিস হেড। এই ওপেনার ১৪২ রানে আউট হন। ১০৩ বলে ১৭ চারের পাশাপাশি পাঁচটি ছয় মারেন হেড। ১০০ রান করে বিদায় নেন অধিনায়ক। ১১৮ রানে অপরাজিত থাকেন ক্যামেরুন গ্রিন। এছাড়া অ্যালেক্স ক্যারি অপরাজিত থাকেন ৫০ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৩১/২- ৫০ ওভার (হেড ১৪২, গ্রিন ১১৮*, মার্শ ১০০, ক্যারি ৫০*; মহারাজ ১/৫৭)
দক্ষিণ আফ্রিকা: ১৫৫/১০- ২৪.৫ ওভার (ব্রেভিস ৪৯, ডি জর্জি ৩৩, বাভুমা ১৯; কনোলি ৫/২২)
ফল: অস্ট্রেলিয়া ২৭৬ রানে জয়ী
৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
২৭ মিনিট আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগে