রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৭: ০৯
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৭: ২৪

টানা দুই জয়ে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে তাই অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল তাদের সামনে। এই সমীকরণ মেলাতে পারেনি প্রোটিয়ারা। তাদের ২৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মিচেল মার্শের দল।

ওয়ানডেতে রানের হিসেবে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জয়। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সবচেয় বড় জয়টা নেদারল্যান্ডসের বিপক্ষে। ২০২৩ সালের অক্টোবরে দিল্লিতে ডাচদের বিপক্ষে ৩০৯ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

কুইন্সল্যান্ডের ম্যাকাইতে এদিন ব্যাটাররাই অস্ট্রেলিয়ার জয়ের ভীত গড়ে দেয়। আগে ব্যাট করে ২ উইকেটে ৪৩১ রান তোলে স্বাগতিকরা। ওয়ানডেতে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে কুপার কনোলির বোলিং তোপে পড়ে ২৪.৫ বলে ১৫৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

তাদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন দেওয়াল্ড ব্রেভিস। ৩৩ রান আসে টনি ডি জর্জির ব্যাট থেকে। টেম্বা বাভুমা এনে দেন ১৯ রান। সফরকারীদের গুটিয়ে দেওয়ার পথে ২২ রানে ৫ উইকেট নেন কনোলি। এছাড়া জাভিয়ের বার্টলেট ও শট অ্যাবট নেন দুটি করে উইকেট।

এর আগে ৩ সেঞ্চুরি ও এক ফিফটিতে এই পুঁজি পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে মার্শকে নিয়ে ২৫০ রান তোলেন ট্রাভিস হেড। এই ওপেনার ১৪২ রানে আউট হন। ১০৩ বলে ১৭ চারের পাশাপাশি পাঁচটি ছয় মারেন হেড। ১০০ রান করে বিদায় নেন অধিনায়ক। ১১৮ রানে অপরাজিত থাকেন ক্যামেরুন গ্রিন। এছাড়া অ্যালেক্স ক্যারি অপরাজিত থাকেন ৫০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৩১/২- ৫০ ওভার (হেড ১৪২, গ্রিন ১১৮*, মার্শ ১০০, ক্যারি ৫০*; মহারাজ ১/৫৭)

দক্ষিণ আফ্রিকা: ১৫৫/১০- ২৪.৫ ওভার (ব্রেভিস ৪৯, ডি জর্জি ৩৩, বাভুমা ১৯; কনোলি ৫/২২)

ফল: অস্ট্রেলিয়া ২৭৬ রানে জয়ী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত