পিএসজি ছাড়বেন জিয়ানলুইজি দোন্নারুম্মা- গত কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে এমন খবর শোনা যাচ্ছিল। সেই আলোচনাকে সত্য প্রমাণ করে তারকা গোলরক্ষক নিজেই প্যারিসের ক্লাবটি ছাড়ার ঘোষণা দিলেন।
গণমাধ্যমের খবর- নতুন মৌসুমকে সামনে রেখে লুইস এনরিকের পরিকল্পনায় নেই দোন্নারুম্মা। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উয়েফা সুপার কাপের ম্যাচের জন্য ঘোষিত দলে দোন্নারুম্মাকে রাখেননি পিএসজি কোচ। এরপরই পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন ইতালির হয়ে ইউরো জয়ী এই গোলরক্ষক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় দোন্নারুম্মা লিখেছেন, ‘পিএসজিতে প্রথম দিন থেকেই নিজের জায়গা অর্জন করতে ও গালপোস্ট রক্ষা করতে নিজের সেরাটা দিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আর দলের অংশ নই। আমি নাকি আর পিএসজিতে অবদান রাখতে পারব না। এই বিষয়টি আমাকে হতাশ করেছে।’
পিএসজির হোমে ভেন্যুতে ম্যাচ খেলেই বিদায় নিতে চান দোন্নারুম্মা, ‘পার্ক দে প্রিন্সেসে সমর্থকদের সামনে থেকে বিদায় নিতে পারব- এমন আশা করছি। যদি সে সুযোগ না পাই তাহলেও মনে রাখবেন- আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমি এটা কখনও ভুলতে পারব না। এই ক্লাবের সমর্থকদের কাছ থেকে পাওয়া দারুণ সব মুহূর্তের কথা আমার সব সময় মনে থাকবে।’
ইতালিয়ান গোলরক্ষক আরো লিখেছেন, ‘প্রতিটি লড়াই এবং ভালো সব মুহূর্তের জন্য সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা সব সময় আমার কাছের মানুষ হয়েই থাকবে। পিএসজির জার্সিতে মাঠে নামা এবং প্যারিসে বাস করা আমার জন্য অনেক বড় সম্মানের ছিল।’

