আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টানা হেরেই চলছে নোয়াখালী

স্পোর্টস রিপোর্টার

টানা হেরেই চলছে নোয়াখালী

বিপিএলের এবারের আসরে বেশ চমক হয়ে এসেছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে মাঠের লড়াইয়ে কিছুই দেখাতে পারছে না দলটি। একের পর এক ম্যাচ হেরেই চলছে নোয়াখালী। এবার রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৪ উইকেটে হারলো দলটি।

আগে ব্যাট করতে নামা নোয়াখালী পরিবর্তন আনে ওপেনিংয়ে। হাবিবুর রহমানের বদলি হিসেবে নামা শাহাদাত হোসেন দিপু সঙ্গী হন সৌম্য সরকারের। দুজন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫৭ রান। দিপু আউট ৩০ রানে। প্রথম দুই ম্যাচে রান না পাওয়া সৌম্য সরকার থামেন ৪৩ বলে ৫৯ রান করে। তার ইনিংসে ছিল ৬ চার ও ৩ ছক্কা। এছাড়া দলটির বিদেশি রিক্রুট মোহাম্মদ নবী ২৬ বলে করেন ৩৫ রান। তাতে এবারের আসরে প্রথমবারের মতো দেড়শ রানের মাইলফলক স্পর্শ করে নোয়াখালী এক্সপ্রেস। তাদের ইনিংস থামে ৫ উইকেটে ১৫১ রানে। রাজশাহীর হয়ে রিপন মণ্ডল ২৭ রানে নেন দুই উইকেট।

বিজ্ঞাপন

১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে খানিকটা ছন্দহীন ছিল রাজশাহী। মাঠে দলটির শরীরী ভাষায় এক মুহূর্তের জন্যও মনে হয়নি তারা ম্যাচটা হারতে পারে। দলটির ওপেনার মোহাম্মদ ওয়াসিম ৩৫ বলে ৬০ রান করে একরকম নিশ্চিত করে দেন দলটির জয়। এছাড়া আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে আসে ২০ বলে ২১ রান। ১৫২ রান তাড়া করতে নেমে রাজশাহী ৬ উইকেট হারালেও ৬ বল বাকি থাকতে নিশ্চিত করে জয়। এ জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানটা বেশ শক্তপোক্ত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে পেসার মেহেদি হাসান রানা ২৫ রানে নেন তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

নোয়াখালী এক্সপ্রেস : ১৫১/৫, ২০ ওভার (সৌম্য ৫৯, নবী ৩৫, রিপন ২/২৭)

রাজশাহী ওয়ারিয়র্স- ১৫২/৬, ১৯ ওভার (ওয়াসিম ৬০, তানজিদ ২১, রানা ৩/২৫)

ফল : রাজশাহী ওয়ারিয়র্স ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : মোহাম্মদ ওয়াসিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...