বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না: সালাহউদ্দিন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৭: ৩২

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে যেকোনো দায়িত্ব পালন করতে রাজি মোহাম্মদ সালাহউদ্দিন। তাতে কোনো সমস্যা নেই দেশসেরা এই কোচের। সালাহউদ্দিন মনে করেন- বাংলাদেশ দল তার বাপ-দাদার সম্পত্তি নয়।

বাংলাদেশ ক্রিকেট দলে সালাহউদ্দিনের আসল পদটা সিনিয়র সহকারী কোচের। কিন্তু ডেভিড হেম্প চলে যাওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত ব্যাটিং কোচের পদটাও সামলাচ্ছেন তিনি। তার অধীনে ব্যাটিংয়ে ভালো করতে পারছে না বাংলাদেশ। সমালোচনার সূত্রপাত সেখান থেকেই। সাম্প্রতিক সময়ে সমর্থকরা সালাহউদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেছেন। এসব বিষয় নিয়ে এবার সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সালাহউদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশ দল তো আর আমার বাপ-দাদার সম্পত্তি না। পারফর্ম ভালো না হলে সমালোচনা তো হবেই। এটা আমাকে স্বাভাবিকভাবে নিতে হবে। ভালো করলে সবাই বাহবা দিবে। কিন্তু আমি দলের জন্য শতভাগ দিচ্ছি কিনা, আমি নিজের জায়গায় সৎ কিনা সেটাই আমার কাছে মূখ্য বিষয়।’

সালাহউদ্দিন আরো বলেন, ‘আমি বাংলাদেশ দলের কোচ। আমাকে যদি বলা হয়, সালাহউদ্দিন তুমি অনূর্ধ্ব ১৩ দলের কোচিং করাও তাতে আমি কিছু মনে করব না। এখানে বলা নেই যে আমি কেবল জাতীয় দলেরই কোচ। তাই এটা নিয়ে আমার কখনও ইগো সমস্যা নেই। আমার কোনো কিছুতেই সমস্যা নেই। এসব নিয়ে আমি কোনো চিন্তাও করি না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত