বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত

আজ যে জিতবে ট্রফি তার

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ মে ২০২৫, ১৩: ০০

কথা ছিল শারজাহয় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে দুই বোর্ডের আলোচনার পর সেই সিরিজে বেড়েছে ম্যাচ সংখ্যা। সিরিজটি এখন পরিণত হয়েছে তিন ম্যাচের। প্রথম ম্যাচে দারুণ জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে লজ্জাজনক হার দেখে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সেই হারের দুঃখ ভুলে সিরিজ নিজেদের করে নেওয়ার লড়াই আজ বাংলাদেশের সামনে। আজ রাত ৯টায় শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে পরিবর্তন একরকম নিশ্চিতই বলা যায়। দারুণ ছন্দে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমন ইনজুরি কাটিয়ে ফিরবেন এ ম্যাচে। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া পেস আক্রমণেও আসতে পারে পরিবর্তন। অভিষিক্ত নাহিদ রানা অথবা তানজিম সাকিবের জায়গায় সুযোগ পেতে পারেন হাসান মাহমুদ। এ ছাড়া একাদশে সৌম্য সরকারকেও খেলানোর জোর সম্ভাবনা আছে আজকের ম্যাচে।

বিজ্ঞাপন

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় খানিকটা ব্যাকফুটে আছে লিটন দাসের দল। দ্বিতীয় ম্যাচে ছন্নছাড়া বোলিংয়ে আমিরাতের জয়ের পথ সুগম করে দেয় বাংলাদেশি বোলাররা। প্রথম দুই টি-টোয়েন্টিতে দারুণ ব্যাটিং করা ব্যাটারদের নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা খানিকটা কম। শেষ টি-টোয়েন্টির আগে তাই ম্যানেজমেন্টের মাথায় শুধু বোলিং ও ফিল্ডিং নিয়ে চিন্তা ঘুরপাক খাচ্ছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংটাও বলার মতো হয়নি বাংলাদেশ দলের। তৃতীয় ম্যাচের আগে ফিল্ডিং নিয়ে তাই বাড়তি কাজ করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দল আছে বেশ ফুরফুরে মেজাজে। প্রথমবারের মতো বাংলাদেশ দলের বিপক্ষে জয় পেয়েছে দলটি। সে ধারাবাহিকতা ধরে রাখার অপেক্ষায় থাকবে স্বাগতিকরা। শেষ পর্যন্ত এটা ধরে রাখতে পারবে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত