আরব আমিরাতের কাছে হেরে শিশিরকে দুষছেন লিটন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৬: ১৪
আপডেট : ২০ মে ২০২৫, ১৬: ১৬

সংযুক্ত আরব আমিরাতের কাছে হার। বিষয়টা একই সঙ্গে বিব্রতকর, হতাশাজনক এবং লজ্জার। মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই উইকেটে হেরে খোদ লিটন দাসও হতাশার কথা শুনিয়েছেন। একই সঙ্গে ম্যাচ হারের জন্য শিশিরকে দায়ী করেছেন বাংলাদেশ দলপতি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের পুঁজিটা ছিল পাহাড়সম- ২০৫ রানের। এমন সংগ্রহ দাঁড় করিয়েও শেষ রক্ষা হয়নি সফরকারীদের। এক বল হাতে রেখে জয় তুলে নেয় আরব আমিরাত। তাতে স্বাভাবিকভাবেই পুরো কৃতিত্বের দাবিদার স্বাগতিক ব্যাটাররা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সাবলীল এবং আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালিয়েছেন মোহাম্মদ ওয়াসিম ও জোহাইব খান। উদ্বোধনী জুটিতে ১০৭ রান তোলেন তারা। তাতেই জয়ের ভীত পায় আরব আমিরাত।

বিজ্ঞাপন

তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কাছে বেশ অসহায় মনে হয়েছে তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, তানভীর ইসলামদের। এরপরও ম্যাচ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু অষ্টম উইকেটে ধ্রুব পারসার ও হায়দার আলি ৮ বলে ২৫ রান করলে ম্যাচ হাতছাড়া হয় অতিথিদের।

ম্যাচ শেষে লিটন বলেন, ‘যেকোনো হার মেনে নেওয়া কঠিন। এই উইকেটে আমরা ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। কিন্তু আমার মনে হয় আরব আমিরাতের ব্যাটাররা শিশিরের বাড়তি সুবিধা পেয়েছে। এরপরও আমরা চেষ্টা করে গেছি। আমাদের ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ে কিছুটা ঘাটতি ছিল।’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘যখন এই ধরনের ছোট মাঠে খেলবেন তখন শিশির অনেক বড় একটা ফ্যাক্টর। শিশির থাকলে বল করার সময় আপনাকে অনেক হিসেব ও পরিকল্পনা করতে হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত