বিপিএল
স্পোর্টস রিপোর্টার
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বিপিএল থেকে খুঁজে নিয়েছেন ইতিবাচকতা। ভালো উইকেট আর রান উৎসবের জন্য টুর্নামেন্টের প্রশংসাও করেছেন। ভালো উইকেটের কারণেই রান উৎসব হয়েছে, এমনকি বোলাররাও পেয়েছেন উইকেট। সব মিলিয়ে ব্যাট-বলে দারুণ ছন্দে থাকায় টুর্নামেন্টসেরার দৌড়ে আছেন বেশ কজন ক্রিকেটার। শুধু দেশি নয়, বিদেশিরাও আছেন এ তালিকায়।
বিপিএলে ব্যাটে-বলে দারুণ সময় কাটিয়েছেন খুশদিল শাহ ও মেহেদি হাসান মিরাজ। রংপুরের টানা জয়ের নায়ক খুশদিল ১০ ম্যাচে ২৯৮ রানের পাশাপাশি শিকার করেছেন ১৭ উইকেট। দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় হওয়া খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজও ছিলেন দারুণ ছন্দে। ১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৫৫ রান ও বল হাতে তার শিকার ১২ উইকেট।
এছাড়া দলের সাফল্যে অবদান রেখে টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে আছেন খুলনা টাইগার্সের নাঈম শেখ ও দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। ব্যাট হাতে ৫১১ রান করেছেন নাঈম আর তাসকিনের শিকার ছিল টুর্নামেন্টে সর্বোচ্চ ২৫ উইকেট। বরিশালের ফাহিম আশরাফ কিংবা রংপুরের আকিফ জাভেদরাও খুব একটা পিছিয়ে নেই। দলের প্রয়োজনে ব্যাট-বলে দুভাবেই দারুণ করেছেন ফাহিম আশরাফ। ব্যাটিংয়ে ফাহিমের কাছ থেকে মাত্র ১০২ রান করলেও সেটা এসেছে দলের প্রয়োজনের সময়। আর বল হাতে ১৮ উইকেট নেন ফাহিম। আকিফ জাভেদ ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে আছেন টুর্নামেন্টসেরার দৌড়ে। এছাড়া তানজিদ হাসান তামিম, আলিস আল ইসলাম ও ইফতিখার আহমেদরাও আছেন এ লড়াইয়ে। শেষ পর্যন্ত কার হাতে ওঠে টুর্নামেন্টসেরার পুরস্কার- সেটাই এখন দেখার অপেক্ষা।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বিপিএল থেকে খুঁজে নিয়েছেন ইতিবাচকতা। ভালো উইকেট আর রান উৎসবের জন্য টুর্নামেন্টের প্রশংসাও করেছেন। ভালো উইকেটের কারণেই রান উৎসব হয়েছে, এমনকি বোলাররাও পেয়েছেন উইকেট। সব মিলিয়ে ব্যাট-বলে দারুণ ছন্দে থাকায় টুর্নামেন্টসেরার দৌড়ে আছেন বেশ কজন ক্রিকেটার। শুধু দেশি নয়, বিদেশিরাও আছেন এ তালিকায়।
বিপিএলে ব্যাটে-বলে দারুণ সময় কাটিয়েছেন খুশদিল শাহ ও মেহেদি হাসান মিরাজ। রংপুরের টানা জয়ের নায়ক খুশদিল ১০ ম্যাচে ২৯৮ রানের পাশাপাশি শিকার করেছেন ১৭ উইকেট। দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় হওয়া খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজও ছিলেন দারুণ ছন্দে। ১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৫৫ রান ও বল হাতে তার শিকার ১২ উইকেট।
এছাড়া দলের সাফল্যে অবদান রেখে টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে আছেন খুলনা টাইগার্সের নাঈম শেখ ও দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। ব্যাট হাতে ৫১১ রান করেছেন নাঈম আর তাসকিনের শিকার ছিল টুর্নামেন্টে সর্বোচ্চ ২৫ উইকেট। বরিশালের ফাহিম আশরাফ কিংবা রংপুরের আকিফ জাভেদরাও খুব একটা পিছিয়ে নেই। দলের প্রয়োজনে ব্যাট-বলে দুভাবেই দারুণ করেছেন ফাহিম আশরাফ। ব্যাটিংয়ে ফাহিমের কাছ থেকে মাত্র ১০২ রান করলেও সেটা এসেছে দলের প্রয়োজনের সময়। আর বল হাতে ১৮ উইকেট নেন ফাহিম। আকিফ জাভেদ ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে আছেন টুর্নামেন্টসেরার দৌড়ে। এছাড়া তানজিদ হাসান তামিম, আলিস আল ইসলাম ও ইফতিখার আহমেদরাও আছেন এ লড়াইয়ে। শেষ পর্যন্ত কার হাতে ওঠে টুর্নামেন্টসেরার পুরস্কার- সেটাই এখন দেখার অপেক্ষা।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে